ছবিঃ সিএনআই
নিউজ ডেস্ক: সৃজনশীল প্রকাশনা সংস্থা অর্থব থেকে অমর একুশে বইমেলা- ২০২৫ উপলক্ষ্যে মডেল, অভিনেতা, ব্যায়ামবিদ ও শরীরচর্চা প্রশিক্ষক আসিফ হাসান সাগর (লায়ন) এর ব্যায়াম ও ধ্যান বিষয়ক বই "শরীরচর্চা ও সুখী মনের আশ্রম" মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার শূন্য স্টুডিওতে মনমুগ্ধকর এক আয়োজনে লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গুণী পরিচালক অনম বিশ্বাস, প্রফেশনাল বক্সার মেহেদী হাসান পলক, ড্রয়িং এন্ড পেইন্টিং আর্টিস্ট সোহাগ খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। "শরীরচর্চা ও সুখী মনের আশ্রম" বইটি সৃজনশীল প্রকাশনা সংস্থা অর্থব থেকে প্রকাশিত হয়েছে, প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসাইন। ব্যক্তিত্ব লেখক ও গুণী পরিচালক অনম বিশ্বাস বলেন কাজের সূত্রে লেখক এর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আসিফ শরীর চর্চার সাথে দীর্ঘদিন জড়িত রয়েছে। তাই এই ব্যাপারগুলো সে খুবই ভালো বোঝে। সে খুবই পজেটিভ মানুষ এবং খুব ভালো ইন্সট্রাক্টর।
তবে আমি খুবই আশ্চর্য হয়েছি এই ব্যাপারগুলোকে সে বইয়ের মাধ্যমে প্রকাশ করেছে। শরীরচর্চার মাধ্যমে আ।মাদের সবার সুস্থ থাকাটা আসলে খুবই প্রয়োজন এছাড়া আসলে কোন বিকল্প নেই তাই আমি অবশ্যই চাইবো যারা বইটি পড়বে তারা যেন বইটি পড়ে অবশ্যই উপকৃত হয়। লেখক আসিফ হাসান লায়ন বলেন ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আমার ছিল প্রবল আগ্রহ।
তখন থেকেই আমার বই পড়ারপ্রচুর অভ্যাস করে ওঠে। আমি যখনই বই পড়ি নিজের অনুভূতি দিয়ে পরি। সে থেকেই বই পড়া আমার নেশা, আসল লেখার ইচ্ছে বা প্রবল আগ্রহ শুরু থেকেই। মহান আল্লাহতালার কাছে আনুগত্য স্বীকার করবার পর আমার ইতিবাচক শক্তি জাগ্রত হয়েছে তার দরুন আমি মানব সম্প্রদায়ের জন্য একটি বই লিখেছি যা ব্যায়ামের অনুশীলন এবং পড়বার সাথে সাথে আপনার আত্মপ্রকৃতি জাগ্রত হবে যা আপনার ইন্দ্রিয় শক্তিগুলোকে পৃথক পৃথকভাবে উন্নতি সাধন করবে এবং আপনার মন পজিটিভ এনার্জিতে ভরে যাবে।
অমর একুশে ২০২৫ এর বইমেলায় আমার এই বইটি প্রকাশিত হতে যাচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রকাশনী প্রত্যাশা করছে এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি পাঠকের মাঝে ব্যাপক সমাদৃত হবে এবং মানুষ এটি সাদরে গ্রহণ করবে।প্রাথমিকভাবে বইটির প্রি-অর্ডার চলছে প্রকাশনী অর্থব এর পেইজে ও অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারি ডটকমে।
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার সম্পর্কগুলো থেকে তিনি যে...
বিনোদন ডেস্কঃ তাকে বলা হয় বলিউডের এলিজেবল ব্যাচেলর। তবে অনুরাগীদের আশা, ...
বিনোদন ডেস্কঃ বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় ...
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সদ্য মা হয়েছেন। ২০১১ সালে ব্...
বিনোদন ডেস্কঃ বছরের শেষপ্রান্তে এসে সুখবর দিলেন এ প্রজন্মের চিত্রনায়িকা ...
মন্তব্য (০)