ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা অজয় দেবগন প্রযোজিত ছবি ‘আজাদ’ শুক্রবার মুক্তি পেয়েছে। এ ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। আর ছবিতে তার বিপরীতে রয়েছেন অজয় দেবগনের ভাইপো আমন দেবগন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে মায়ের দেওয়া পরামর্শ প্রকাশ্যে এনেছেন রাশা থাডানি।
রাশা জানিয়েছেন, ফিল্মি পরিবারের সদস্য বলেই ছোট থেকে তাদের খুব অন্যভাবে বড় করে তুলেছেন অভিভাবকরা। তাকে সবসময় মাটিতে পা রেখেই চলতে শিখিয়েছেন মা রাভিনা ট্যান্ডন।
তিনি বলেন, যতই সাফল্য আসুক না কেন, মা আমাকে মাটিতে পা রেখেই চলার পরামর্শ দিয়েছেন। মা বলেছেন— যদি কোনো দিন দেখি তুমি বাড়াবাড়ি করছ, তা হলে আমি তোমাকে চড় মারব। যদি দেখি তুমি আকাশে উড়ছ, তা হলে আমি গিয়ে তোমাকে পৃথিবীতে ফিরিয়ে আনব।
এদিকে অভিনেত্রী রাভিনাকন্যার প্রথম ছবি মুক্তির আগে থেকেই ভক্ত-অনুরাগীদের বাড়তে থাকে কৌতূহল। এক প্রশ্নের উত্তরে রাশা জানান, মাটিতে পা রেখেই জীবনে এগিয়ে যেতে চান তিনি। আর এ ক্ষেত্রে তার অনুপ্রেরণা হচ্ছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
রাশা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অনুসরণকারী এবং সাফল্যের পরও শ্রদ্ধা কাপুর সাধারণ জীবনযাপন করে থাকেন। খুবই বিনয়ী একজন মেয়ে। এমনকি অভিনেত্রী তামান্না ভাটিয়াও সে রকমই বলে জানান রাভিনাকন্যা।
বিনোদন ডেস্কঃ বলিউডের সুপরিচিত নাম হল নোরা ফাতেহি। ‘বাহুবলী’...
বিনোদন ডেস্কঃ প্রথমবারের মতো ভিন্নধারার চলচ্চিত্র "আজিরন"...
বিনোদন ডেস্কঃ বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে এখন শুধুই চলছে সিনেমা...
বিনোদন ডেস্ক: রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশ...
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছ...
মন্তব্য (০)