• বিনোদন

নিজের গোপন কথা ফাঁস করলেন কাজল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করলেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল। কাজল কেন তার পদবি ব্যবহার করেন না, সেই কথাই আজ ফাঁস করলেন বলি নায়িকা।

কাজল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা ও চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং  দাদা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাই নিদ্বিধায় বলা যায়, সিনেমাজগতেরই মেয়ে অভিনেত্রী কাজল।

এদিকে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট-২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কাজল। যেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷ অভিনেত্রী কখনই তার নামের পাশে কোনো পদবি ব্যবহার করেন না। কেন তার পদবি ব্যবহার করেন না, সে কথাই জানালেন কাজল। 

তার নামের সঙ্গে পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাজল বলেন, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন। অভিনেত্রী বলেন, যখন তিনি বলিউডে পা রেখেছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন। 

 

অভিনেত্রী বলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না। তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন— এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমি অনুভব করেছি যে, আমি কারোর পক্ষ নিতে চাইনি। তিনি বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম, যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার ওপর এত চাপ থাকবে না।

উল্লেখ্য, অভিনেত্রী কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য (০)





image

এবার নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিক...

image

এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে পরীমনির মামলা!

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি সম্প্রতি পিংকি আক্তা...

image

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি...

image

নিজেকে রেমিট্যান্স যোদ্ধা বলে দাবি করলেন মডেল মেঘনা আলমের...

বিনোদন ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা মামলায় মডেল মেঘনা আলমের স...

image

বিবাহবিচ্ছেদের পর কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা?

বিনোদন ডেস্কঃ অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে সংসার ভাঙার পর একের পর এক ঝড় ব...

  • company_logo