• বিনোদন

নিজের গোপন কথা ফাঁস করলেন কাজল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করলেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল। কাজল কেন তার পদবি ব্যবহার করেন না, সেই কথাই আজ ফাঁস করলেন বলি নায়িকা।

কাজল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা ও চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং  দাদা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাই নিদ্বিধায় বলা যায়, সিনেমাজগতেরই মেয়ে অভিনেত্রী কাজল।

এদিকে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট-২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কাজল। যেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷ অভিনেত্রী কখনই তার নামের পাশে কোনো পদবি ব্যবহার করেন না। কেন তার পদবি ব্যবহার করেন না, সে কথাই জানালেন কাজল। 

তার নামের সঙ্গে পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাজল বলেন, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন। অভিনেত্রী বলেন, যখন তিনি বলিউডে পা রেখেছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন। 

 

অভিনেত্রী বলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না। তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন— এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমি অনুভব করেছি যে, আমি কারোর পক্ষ নিতে চাইনি। তিনি বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম, যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার ওপর এত চাপ থাকবে না।

উল্লেখ্য, অভিনেত্রী কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য (০)





image

বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয়, হাইকো...

বিনোদন ডেস্কঃ মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ প্রশ্নে রুল...

image

কারাগারে মডেল মেঘনা আলম,চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

নিউজ ডেস্ক: বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃ...

image

উজ্জ্বল ও আকর্ষণীয় চেহারা ধরে রাখতে যে বিশেষ পানীয় পান কর...

বিনোদন ডেস্কঃ সুন্দর ও ঝকঝকে উজ্জ্বল ত্বক কে না পেতে চায়। সবাই চায় উজ্জ্...

image

দাগির বিশেষ প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

বিনোদন ডেস্কঃ দেশের শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ জানালো ফিলিস্তিনে ইসরায়...

image

‘জংলি’ রিমেক করতে চায় মালায়ালাম-তেলেগু ইন্ডাস্ট্রি

বিনোদন ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘জংলি’ র...

  • company_logo