ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ চলতি বছরের ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। আর সেখানেই রেড কার্পেটে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লরিয়াল প্যারিসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে কানের রেড কার্পেটে পা রাখতে চলেছেন তিনি। এই ভূমিকায় দীর্ঘদিন ধরেই কানের রেড কার্পেটের মঞ্চে দেখা যাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এবার তার সঙ্গেই যোগ দেবেন আলিয়া। লরিয়াল প্যারিসের গ্লোবাল ব্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে এই বছর রেড কার্পেটে দেখা যাবে আলিয়াকে।
অভিনেত্রী বলছেন, 'প্রথম সবকিছুর সঙ্গেই একটা আবেগ, একটা দারুণ অনুভূতি জড়িয়ে থাকে। কানের রেড কার্পেটে পা রাখার জন্য আমি ভীষণভাবে উৎসাহী। এই বছরে আমি যে ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি, তার থিম হল, 'লাইটস, বিউটি, অ্যাকশন'। কানের এই রেড কার্পেটে পা রাখা আমার কাছে ভীষণ সম্মানের ও আবেগের। আমি এমন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি, যারা নারীদের সফর ও নিজস্বতাকে তুলে ধরে।
শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট। আলিয়ার এই সাফল্যে অনুরাগীরা ভীষণ খুশি। আর কান মানেই তো রেড কার্পেটে পোশাকের বাহার। ফলে সবারই নজর রয়েছে আলিয়া কী পরে রেড কার্পেটে আসবেন সেইদিকে।
বিনোদন ডেস্ক : এক সময়ের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা ময়ূরী ব...
বিনোদন প্রতিবেদকঃ চট্টগ্রাম রেডিসন ব্লুতে জ...
বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ৬০ বছর বয়সে...
বিনোদন ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউডে ঠোঁটকাটা হিসাবে পরিচিত। অভ...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে বাদশাহ শাহরুখ খানের বন্ধুত্ব...

মন্তব্য (০)