• বিনোদন

ঈদের খন্ড নাটকে নীলা

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: জুলাই আন্দোলনের আগ পর্যন্ত নাটকে নিয়মিত কাজ করতেন অভিনেত্রী নীলা ইস্রাফিল। আন্দোলনে যোগ দেয়ার পর নাটকে অভিনয়ের সুযোগ হচ্ছিল না। আন্দোলনের প্রায় দশ মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। দীপ্ত টিভির জন্য ঈদের বিশেষ নাটকে অভিনয় করছেন তিনি।

নীলা বললেন, অনেকদিন পর অভিনয় করছি। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা বলছে কেন অভিনয় ছেড়ে দিলাম। ২০১৮ সালের পর প্রথম শ্যুটিংয়ের খাবার খেলাম। মিডিয়া পরিবারের কাছে ফিরে ভালো লাগছে। শুরুতে নার্ভাস ছিলাম। পরে নির্মাতা সাহস জুগিয়েছে।

জানা গেছে, রাকেশ বসুর পরিচালনায় ‘নেমেসিস’ শীর্ষক একক নাটকের শ্যুটিং করছেন নীলা। নাটকের গল্প সম্বন্ধে নীলা জানালেন, গল্পে নায়ক আরশ খানের জন্য আমার ভাই মারা যায়। যার আয়ে আমার সংসার চলতো। অনুশোচনায় ভুগে আরশ আমাদের পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে। এভাবেই গল্প এগিয়ে যায়। গল্পটি পছন্দ হওয়ায় কাজটি করছি।
অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি নীলার আরেকটি পরিচয় তিনি রাজনীতিবিদ। নতুন দল এনসিপির রাজনীতিতে সক্রিয় আছেন তিনি। সে কারণেই অভিনয় থেকে দূরে সরে গেছেন এ সু‌অভিনেত্রী।

নীলা বললেন, যখন রাজপথে থাকি মনে হয় এটিই আমার আরামের জায়গা। যদিও অনেকে মনে করে রোদে পুড়লে বৃষ্টিতে ভিজলে আমার কষ্ট হয়। আমার তা মনে হয় না। জনগণের জন্য রাজপথে থাকাই আমার ভালোলাগার জায়গা। অন্যদিকে ২০০৩ সাল থেকে মিডিয়ায় কাজ করছি। নতুন কুঁড়ি থেকে শুরু করেছিলাম। অভিনয়শিল্পীদের পরিবারে সবাই স্বাধীন। রাজনীতি ও অভিনয় দুটোই আমার জন্য উপভোগ্য।

প্রসঙ্গত, নীলা এখন অব্দি ৪ টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি সিনেমাটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ব্যাংকক থেকে কোর্স করে এসেছেন এ বিষয়ে। কাজ করেছেন বিকাশ, গ্রামীণফোনসহ বিভিন্ন পণ্যের ৭৫ টি বিজ্ঞাপনচিত্রে। প্রায় ৩৫০ টি নাটকে অভিনয় করেছেন নীলা।

মন্তব্য (০)





image

চুম্বন দৃশ্যের পর যে কারনে অসুস্থ হয়ে পড়েন বিপাশা বসু

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু ২০১২ সালে 'জোরি ব...

image

শেফালি জারিওয়ালার ময়নাতদন্ত রিপোর্টে যা জানা গেল

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ...

image

এবার দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন শ্রীলীলা

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা ২০১৯ সালে ‘কিস&...

image

ভাইরাল শেফালির শেষ পোস্ট, কী লিখেছিলেন তিনি

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ...

image

শেফালির মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ!

বিনোদন ডেস্কঃ গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী শ...

  • company_logo