
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই দেশে নেই তিনি। দেশের বাইরে থাকা অবস্থায়ই তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর মামলা হয়েছে। তবে এরইমধ্যে আবার গুঞ্জন উঠেছে―যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন জায়েদ খান।
গত ২৯ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ‘অন্তর জ্বালা’ খ্যাত নায়ক জায়েদ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে অভিনন্দন ও শুভ কামনাও জানিয়েছেন। কেউ বলছেন, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। আবার কেউ বলছেন, এক চিত্রনায়িকাকেই ঘরণী করেছেন। এ নিয়েই উত্তাল হয়ে উঠে সোশ্যাল মিডিয়া।
এদিকে এর আগেও কয়েকবার তার বিয়ের খবর ছড়িয়েছিল। পরে জানা গেছে, বিয়ে করেননি। এ কারণে এবারও বিয়ের খবর ছড়াতেই প্রশ্ন উঠে, সত্যিই কি বিয়ে করেছেন এ অভিনেতা?
‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খেতাব পাওয়া নায়ক জায়েদ খান এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে বলেন, আমি নিজেও ফেসবুকে দেখেছি, আমি নাকি বিয়ে করেছি। স্ত্রী-সহ দুবাই হানিমুন করব, এমন স্ট্যাটাস দেখছি। আসলে আমি তো বিয়েই করিনি। এখানে আসার পর কিছু নতুন প্রজেক্টের কাজ করছি। পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি।
এছাড়া বিয়ের এমন খবরে বিব্রতও হয়েছেন জায়েদ খান। এ ব্যাপারে তিনি বলেন, বিব্রতও হয়েছি, আবার হাসিও পাচ্ছে। কারণ, আমাকে নিয়ে তো লিখলে মুহূর্তেই অনেক কিছু ভাইরাল হয়। এ জন্য হয়তো আমাকে নিয়ে লিখছে।
বিনোদন ডেস্কঃ ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার উত...
বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আ...
বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। ‘ভালোবাসার ...
বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্...
বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, অপু বি...
মন্তব্য (০)