• বিনোদন

হলিউডেও কাজ শুরু করলেন নোরা ফাতেহি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের সুপরিচিত নাম হল নোরা ফাতেহি। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী’ বহু সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি।

অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন বারবার।

এবার বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন তিনি। শুরু করলেন মিউজিক অ্যালবামের যাত্রা। তাহলে কি চিরকালের জন্য অভিনয় জগতকে বিদায় জানালেন তিনি? এ বিষয়ে কী বললেন নোরা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, আমার ব্যক্তিগত কোন জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল ভাববেন। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব। আমি যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব।

তিনি আরও বলেন, আমার মোট তিনটি জগত রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।

আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে স্নেক নামক একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন তিনি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে ওর সঙ্গে কোন সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিওর কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।

নোরা আরও বলেন, উনি আমাকে বেবি শব্দটির হিন্দি মানে জিজ্ঞাসা করার জন্য একদিন ফোন করেছিলেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন, উনি গানে ‘জান্নু’ শব্দটি ব্যবহার করেছেন, সেটাই আমি বলেছিলাম। সবকিছু ভীষণ ভালো ছিল কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভীষণ নার্ভাস এবং টেনশন করছিলাম।

মন্তব্য (০)





image

জীবন সংগ্রামের ছবি "আজিরন" চলচ্চিত্রে আরজু

বিনোদন ডেস্কঃ প্রথমবারের মতো ভিন্নধারার চলচ্চিত্র  "আজিরন"...

image

মাটিতে পা রেখেই চলতে শিখিয়েছেন মা: রাশা থাডানি

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা অজয় দেবগন প্রযোজিত ছবি ‘আজাদ’ শু...

image

জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর আহত রাশমিকা

বিনোদন ডেস্কঃ বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে এখন শুধুই চলছে সিনেমা...

image

আজ শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

বিনোদন ডেস্ক: রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশ...

image

ক্যামেরা বা শুটিং সম্পর্কে কোনো ধারণাই ছিল নাঃ অনন্যা পান্ডে

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছ...

  • company_logo