
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ এসএস রাজামৌলী পরিচালিত ‘এসএসএমবি২৯’ ছবিব মাধ্যমে ফের বলিউড পা রাখছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এ ছবিটি বড় বাজেটে তৈরি হতে চলেছে। তাই নায়িকার পারিশ্রমিকও বেশি। নায়িকাও তেমন পারিশ্রমিকই দাবি করে বসেন। এ নিয়ে নাকি ছবির নির্মাতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে একটি সমাধানে এসেছে। তাহলে পারিশ্রমিক কত পেলেন 'দেশি গার্ল'?
স্বপ্ন বাস্তবে কীভাবে পরিণত করতে হয়, তাই বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। মডেলিং থেকে সফর শুরু করেছিলেন তিনি। পেয়েছেন বিশ্বসুন্দরী খেতাবও। আর এ খেতাব জেতার পর বলিউডে পা রাখেন অভিনেত্রী। এরপরেই আর পেছন ফিরে তাকাতে হয়নি 'দেশি গার্ল'কে।
ছুটে চলেছেন বলিউড থেকে হলিউড। গড়ে তুলেছেন আন্তর্জাতিক অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি। শুধু অভিনয় নয়, গানের জগতেও খ্যাতি অর্জন করেছেন প্রিয়াংকা চোপড়া। এবার নাকি ফের হলিউড থেকে দেশে ফিরছেন দেশি গার্ল। তবে এবার গন্তব্য বলিউড নয়; দক্ষিণী ছবিতে দেখা যাবে নায়িকাকে। সেই ছবির জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও হাঁকিয়েছেন প্রিয়াংকা।
একটি সূত্রে জানা গেছে, এসএস রাজামৌলী পরিচালিত ‘এসএসএমবি২৯’ ছবির জন্য প্রিয়াংকা ৩০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। তবে নাকি এর থেকে আরও বেশি পারিশ্রমিক চেয়েছিলেন দেশি গার্ল। প্রথমে পারিশ্রমিক কমাতে রাজি ছিলেন না প্রিয়াংকা। পরে নির্মাতারা তার সঙ্গে দীর্ঘ আলোচনা করে ৩০ কোটিতে অভিনেত্রীকে রাজি করিয়েছেন।
আর সেই সঙ্গে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেত্রী হিসাবে নাম লেখাতে চলেছেন প্রিয়াংকা চোপড়া। পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছিল বলেই ছবির নাম ঘোষণার ব্যাপারেও সময় নিচ্ছিলেন নির্মাতারা। নায়িকার পর্ব শেষ, এবার খুব শিগগিরই ছবির কাজ শুরুর ঘোষণা দেবেন বলে জানিয়েছেন নির্মাতারা।
উল্লেখ্য, এখন পর্যন্ত প্রিয়াংকার শেষ কাজ ওয়েব সিরিজ ‘সিটাডেল’। শেষ হলিউডের ছবি ‘লাভ অ্যাগেইন’। তার আগে ‘হোয়াইট টাইগার’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
বিনোদন ডেস্কঃ একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার দিকে। &...
বছরের শুরুতেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। ইতোমধ্যে মুক্তি পাওয়া গা...
বিনোদন ডেস্কঃ ট্রাব অ্যাওয়ার্ডস ২০২৫ ফ্যাশন মডেল এবং মিস্টার ইউনিভ...
বিনোদন ডেস্কঃ প্রথমবারের মতো দ্বৈত কন্ঠে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আ...
বিনোদন ডেস্কঃ জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড &...
মন্তব্য (০)