• বিনোদন

শাকিব খানের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নয়, দাবি প্রযোজকের

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : শাকিব খানকে নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের পরবর্তী সিনেমা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযো মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, সিনেমাটি শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে। তবে এবার সিনেমার প্রযোজক শিরিন সুলতানা আনুষ্ঠানিক বিবৃতিতে এই দাবি পুরোপুরি নাকচ করলেন।

প্রযোজক জানান, ‘আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নয়। এটি ৯০-এর দশকের ঢাকাকে কেন্দ্র করে গড়া একটি কাহিনি। যেখানে থাকবে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন ও পারিবারিক ড্রামা-সবকিছুর সংমিশ্রণ।"

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমাদের প্রোডাকশন হাউজ 'ক্রিয়েটিভ ল্যান্ড' কিংবা পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে, এই সিনেমা কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক।"

এছাড়াও প্রযোজক অনুরোধ করেন, ‘অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো সূত্রের তথ্যে বিভ্রান্ত হবেন না। গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শককে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হচ্ছে।’

বলা দররকার, এর আগে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে মোশাররফ করিম ও শরিফুল রাজ থাকবেন বলেও জানিয়েছিলেন। রাজধানী মগবাজারে সিনেমাটি নিয়ে প্রাথমিক সংবাদ সম্মেলনও করেন। এরপর বছর খানেক নিরব। সিনেমাটি নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। হুট করে সেই নির্মাতা শাকিব খানকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ করেন। জানা যায় কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে‘ওয়ান্স আপন টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটির জন্যই চুক্তিবদ্ধ করেন শাকিব খানকে। সিনেমাটির টিমের বরাতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়।

সিনেমার নাম এখনো প্রকাশ হয়নি। পরিচালক জানান, আগস্টে সিনেমার নাম ও নতুন চমক উন্মোচন করা হবে। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমার চিত্রনাট্য করেছেন মেজবাহ ও মোহাম্মদ নাজিম উদ্দিন। নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে শাকিব খানের বিপরীতে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

মন্তব্য (০)





image

ভক্ত-অনুরাগীদের যে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রান...

image

কুসুমেরও কামনা-বাসনা রয়েছে: জয়া আহসান

বিনোদন ডেস্ক : মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’র ৯...

image

আমার দুঃখ বা অভাব নেই কিন্তু দীর্ঘশ্বাস ফেলছি: সোহেল রানা

বিনোদন ডেস্ক : নায়ক, প্রযোজক, পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা একজন মানুষের ...

image

বাবা হারালেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাব...

image

বিয়ের জন্য যোগ্য পাত্র পাচ্ছেন না এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বিয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী তমা মির...

  • company_logo