• বিনোদন

রিয়েল লিঙ্ক মাল্টিমিডিয়া মিউজিক এ্যাওয়ার্ড অনুষ্ঠিত

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ অনুষ্ঠিত হলো বাংলাদেশ মিউজিক এ্যাওয়ার্ড-২০২৫। রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে সংগীত বিষয়ক প্রতিষ্ঠান রিয়েল লিঙ্ক মাল্টিমিডিয়া আয়োজিত এই এ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পাওয়ার বাই স্পন্সর হিসেবে ছিল মিরর লাইফস্টাইল ম্যাগাজিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। বাংলাদেশের সঙ্গীত ও মিডিয়া জগতের অনেক তারকার সমাগম ঘটে এই আয়োজনে।

তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়৷ এদের মধ্যে উল্লেখযোগ্য লুনা খান, তানজিন তিশা, আশনা হাবিব ভাবনা, লিজা, লুইপা, ডিজে সোনিকা ও বারিশ হক। বাংলাদেশের সঙ্গীতশিল্পের প্রেক্ষাপটে এই আয়োজন শিল্পী, প্রযোজক এবং শিল্প পেশাদারদের প্রতিভা এবং কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন আয়োজকরা। অনুষ্ঠানে সম্মানা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল। যেখানে দেশের শোবিজ তারকা অংশ নেন।

মন্তব্য (০)





  • company_logo