• প্রশাসন

কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মসিক কল্যাণ সভা ও আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের শুরুতেই কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড  অনুষ্ঠিত হয়। মাস্টার প্যরেডে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।

মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান সভাপতিত্বে "মাসিক কল্যাণ সভা" অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা সমূহ বিষয়ে পুলিশ সুপার মহোদয় অবগত হন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ৬ জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষথেকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার। মাসিক কল্যান সভায়  কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১০ জনকে পুরষ্কৃত করা হয়।

সেপ্টেম্বর/২০২৪ মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন শ্রেষ্ঠ সার্কেল হিসেবে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, শ্রেষ্ঠ থানা হিসেবে কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম, শ্রেষ্ঠ এসআই নিরস্ত্র হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই নিরস্ত্র মোঃ কামাল হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে উলিপুর থানায় কর্মরত এএসআই নিরস্ত্র মোঃ আরিফুল ইসলাম, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল মোঃ আশরাফুজ্জামান, শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে চিলমারী থানায় কর্মরত কনস্টেবল মোছাঃ শাপলা খাতুন, বিশেষ পুরষ্কার হিসেবে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল আলীম, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশীদ ও রাজিবপুর থানার এসআই নিরস্ত্র মোঃ সহিজল হক।

পরে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে "মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়।

এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

শীতার্তদের দ্বারে দ্বারে শীতবস্ত্র নিয়ে ইউএনও মোহাইমেনা শ...

নওগাঁ প্রতিনিধি: চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে শীতের...

image

ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তা...

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত...

image

কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্দদের মাঝে শ...

image

গাজীপুরে উদ্ধার হওয়া শিশুকে শীতবস্ত্র ও ফুল নিয়ে দেখতে যা...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় নবজাতক উদ্ধারের ঘটনায় আলোচিত মা রুমা আ...

image

ভাঙ্গায় ফরিদপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায়  নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল...

  • company_logo