• তথ্য ও প্রযুক্তি

নিরাপত্তার জন্য আরও একটি ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে। মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ।

এবার হোয়াটসঅ্যাপ ওয়েব হবে আরও বেশি নিরাপদ। ভুল তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে হোয়াটসঅ্যাপ। আর সুরক্ষার ক্ষেত্রে নতুন এক পালক যোগ করছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

ওয়েব পেজ ভেরিফাই করার নতুন এক পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এই মেসেজিং অ্যাপ। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.২০.২৮ এই নতুন ফিচারের বৈশিষ্ট্য তুলে ধরেছে। যখন ব্যবহারকারী ওয়েবে লিঙ্ক সার্চ করবেন, তখন এটি টুলের মধ্যে আরও একটা স্তর যোগ করে।

হোয়াটসঅ্যাপ মনে করছে, সন্দেহনজর এবং ভুয়া খবরের কন্টেন্ট ফরোয়ার্ড করতে এই অ্যাপটি ব্যবহার করছে প্রতারকরা। এমনকি এটিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ম্যানিপুলেটও করতে পারে। এতে ব্যবহারকারীরা লিঙ্কের বিষয়ে তথ্য পেতে পারেন। সেই সঙ্গে লিঙ্কে কোনো টেক্সট দেওয়া হলে সেটা ক্রস-চেকও করা সম্ভব।

ব্যবহারকারীরা যখন লিঙ্কের বিষয়ে আরও তথ্য সার্চ করতে চান, তখন শুধু লিঙ্কবিশিষ্ট নির্দিষ্ট মেসেজটিই সার্চের জন্য গুগলে আপলোড হয়ে যাবে। তাতে আরও বলা হয়েছে যে, ব্যবহারকারীদের সুবিধা দেওয়াই এই রিফাইন্ড ফিচারের লক্ষ্য। যাতে ব্যবহারকারীরা সম্ভাব্য ক্ষতিকর লিঙ্ক শনাক্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেটাও দেখা হবে।

মন্তব্য (০)





image

ইরানে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-স্টোরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ...

image

হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া চ্যাট পুনরুদ্ধার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যু...

image

ফোন হ্যাকারের নিয়ন্ত্রণে আছে কি না তা কিন্তু বুঝতে পারবেন...

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ কর...

image

হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কে অনলাইনে আছে বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যু...

image

ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহ...

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রা...

  • company_logo