• তথ্য ও প্রযুক্তি

আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্সে যে ফিচার পাচ্ছেন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ লঞ্চ করলো নির্মাতা সংস্থা অ্যাপল। প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল রয়েছে। সেগুলো হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। এরই মধ্যে পর্দা উন্মোচন হয়েছে আইফোন ১৬-এর।

গত বছর আইফোন ১৫ লঞ্চ হওয়ার পরই আইফোন ১৬ কেমন হবে, কী কী ফিচার থাকতে পারে, কেমন হবে ক্যামেরা এসব নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। আইফোন ১৬ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় মডেল হচ্ছে আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স।

আইফোন ১৬ প্রোতে রয়েছে এ১৮ প্রো চিপসেট। এটি আইফোন ১৫ প্রো মডেলের এ১৭ প্রো-এর থেকে অনেক বেশি শক্তিশালী। আইফোন ১৬ প্রো-এর মডেলগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও রয়েছে প্রো-গ্রেড ক্যামেরা। যা আইফোন ১৬-এর সাধারণ মডেলগুলোতে নেই।

আইফোন ১৬ প্রো-তে একটি ৬.৩-ইঞ্চি প্রোমোশন ডিসপ্লে পাবেন. সেখানে আইফোন ১৬ প্রো ম্যাক্সে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ একটি ৬.৯-ইঞ্চি ওএলইডি ডিসপ্লে পাবেন। এই মডেলগুলোর ওজন যথাক্রমে ১৯৯ গ্রাম এবং ২২৭ গ্রাম। আইফোন ১৬ মডেলের আইপি৬৮ রেটিং থাকলেও এ১৮ প্রো হলো কোম্পানির বড় প্রো চেঞ্জার। এটিতে একটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। ফলে এটি অ্যাপল ইন্টেলিজেন্স এবং নতুন সিরি অবতারের জন্য দারুণ কাজে আসবে।

আইফোন ১৬ প্রো-এ ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকছে। রয়েছে ওআইএস সহ একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ওআইএস এর সঙ্গে এবং একটি ১২মেগাপিক্সেল ৫x টেলিফোটো লেন্স। মূল ক্যামেরাটি ১২০ এফপিএস সহ ৪কে মানের ভিডিও রেকর্ড করতে পারে। প্রো এর সামনে ফেসটাইম এবং ফেস আইডির জন্য একটি ১২মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।বর্তমানে ভারতে আইফোন ১৬ প্রো-এর ১২৮জিবি মডেলের দাম ১ লাখ ১৯ হাজার ৯০০ রুপি থেকে শুরু৷ যদি ১টিবি ভেরিয়েন্ট
কিনতে চান তাহলে তার দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি। আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১ লাখ ৪৪ হাজার ৯০০ রুপি থেকে। এক্ষেত্রে ১টিবি ভেরিয়েন্টটি পাওয়া যাবে ১ লাখ ৮৪ হাজার ৯০০ রুপিতে।

 

মন্তব্য (০)





image

ইরানে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-স্টোরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ...

image

হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া চ্যাট পুনরুদ্ধার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যু...

image

ফোন হ্যাকারের নিয়ন্ত্রণে আছে কি না তা কিন্তু বুঝতে পারবেন...

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ কর...

image

হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কে অনলাইনে আছে বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যু...

image

ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহ...

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রা...

  • company_logo