ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে কর্মচারি নিয়োগে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি করেছেন রায় পাওয়া সুবিধা বঞ্চিত কর্মচারিরা। আজ শুক্রবার দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। দাবি বাস্তবায়নের প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিতে যাবেন বলে ঘোষনা করেছেন শ্রমিক নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খনিতে কয়লা কাজে কর্মরত শ্রমিক সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক তাজমুল হক, মোশারফ হোসেন,তোফাজ্জল হোসেন, রবিউল ইসলাম, মাহফুজ রহমান এবং আব্দুর রহিম এরশাদ অন্যান্যরা।
তিনি জানান, বড় পুকুরিয়া কয়লা খনিতে অন্যান্য দেশি বিদেশী শ্রমিকদের পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাসিক ১৭ হাজার ৬৩০ বেসিক বেতনে কর্মরত রয়েছেন স্হানীয় প্রায় আড়াই শতাধিক স্হানীয় ব্যক্তি। খনিতে স্হায়ী পদে কর্মকর্তা কর্মচারি নিয়োগে গত ২০০৯ সালের ১৮ জানুয়ারী নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের পর ২০১০ সালের ৩১ আগষ্ট অজ্ঞাত কারনে কর্মচারি পদ বাদ দিয়ে শুধুমাত্র কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
বৈষম্য নিয়োগের বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে তৎকালিন প্রধান মন্ত্রীর কাছে আবেদন করছিলেন তারা। সেই প্রেক্ষিতে আউটসোসিং কর্মচারিদের স্হায়ী নিয়োগ দিতে ২০১৩ সালের ২ সেপ্টম্বর মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছিল। নির্দেশ বাস্তবায়ন না করায় ২০১৮ সালে কর্মরতদের মধ্যে ৮৭ জন পক্ষ হয়ে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেছিলেন।
(নম্বর ১২৮৮/২০১৮। এব্যাপারে গত ২০১৮ সালের ৮ ই অক্টোবর হাইকোর্টের রায়ে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সিথিল করে রায় প্রকাশের ৩ মাসের মধ্যে ২০০৯ সালের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কাঠামো অনুযায়ী যেন নিয়োগ দিতে আদেশ ছিল। ওই রায়ে বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপিল করেছিল বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) কর্তৃপক্ষ ।
( নম্বর ২৩২৭/২০১৯) হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ করেন খনি কর্তৃপক্ষ। আপিল বিভাগে হাই কোর্টে দেওয়া শ্রমিকদের পক্ষে দেওয়া রায় বহাল রাখা হয়। কিন্তু প্রায় ৬ বছর পেরিয়ে গেলেও উচ্চ আদালতের রায় কার্যকর করেননি খনি কর্তৃপক্ষ। আদালতের রায় উপেক্ষা করায় সুবিধা বঞ্চিত ক্ষুদ্ধ শ্রমিকরা খনি এলাকায় মানববন্ধনসহ অন্যান্যা কর্মসূচির ডাক দিতে পারে বলে আভাস দিয়েছেন তারা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে দিনব্যা...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দক...
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির...
দিনাজপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সুফল সেবা দিয়ে...
মন্তব্য (০)