• গণমাধ্যম

গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ সাঘাটা উপজেলা ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ ও তার বাহিনী কর্তৃক যায় যায় দিন পত্রিকার সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে সাঘাটা উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা পৃথক দুটি ব্যানারে এই আয়োজন করেন। যেখানে সাঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাদের নিজ দলের সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি'র যে সম্মান তা সাঘাটা এলাকায় এক তুলীপ এবং তার সন্ত্রাসী বাহিনীর দাঁড়া আজ ধ্বংসের মুখে। ৫ আগস্ট পরবর্তী তার বিরুদ্ধে এর আগে একাধিকবার চাঁদাবাজি, দখল বাণিজ্য, নারী কেলেঙ্কারি আর পদ বাণিজ্যের মত নানা গুরুতর অভিযোগ এসেছে। ইতিমধ্যে উপজেলা বিএনপি'র সিংহভাগ নেতৃবৃন্দ সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের বিরুদ্ধে অনাস্থা এনে তার বহিষ্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় বিএনপি বরাবর অভিযোগও দায়ের করেছেন। দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে তিনি আজ নিজ দলের নেতাকর্মীর কাছেই আতঙ্কের নাম হয়ে উঠেছে। সর্বশেষ তিনি যেভাবে একজন পেশাদার সাংবাদিককে মারধর এবং লাঞ্ছিত করেছেন তা কখনো স্বাধীন বাংলাদেশে কল্পনাও করা যায় না। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা, অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম আহবায়ক যথাক্রমে এনামুল হক শিল্পী, আবুল কালাম আজাদ, আবু হেনা মোস্তফা কামাল মিঠু ও আলাউদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবীর শাহীন, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, নুরুজ্জামান টিটু ও হারুন আকন্দ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর কবীর মিঠু ও সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা মহিলা দলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা আহ্বায়ক আইয়ুব হোসেন, ঢাকা জাতীয় প্রেসক্লাব সদস্য তোফাজ্জল হোসেন , নির্যাতিত সাংবাদিক সাঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা, বিগত দিনে তুলিপ বাহিনীর দ্বারা নির্যাতিত ভুক্তভোগীরা যথাক্রমে কামালের পাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল-আমিন, জুমারবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব স্বপন, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাঘাটা প্রেসক্লাবের পেশাদার গণমাধ্যম কর্মীরা। 

 

মন্তব্য (০)





image

উলিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে "উলিপুর প্রেসক্লাব" ...

image

সাটুরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্ল...

image

কুড়িগ্রামে পিআইবি'র সংবাদ প্রতিবেদন বিষয়ক তিন দিনের প্রশি...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)এর আওতায় কু...

image

নড়াইল জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদ...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্প...

image

ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫...

  • company_logo