• গণমাধ্যম

রাণীনগরে শীতবস্ত্র বিতরণ

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: গত তিনদিন ধরে নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা ৯ডিগ্রির ঘরে অবস্থান করছে। দিনের বেলায় কিছু সময়ের জন্য নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা একটুও কমছে না। এছাড়া উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা আরো বাড়িয়ে তুলেছে। হাড় কাঁপানো কনকনে শীতে জবুথবু অবস্থা উত্তরের জেলা নওগাঁ অঞ্চলের মানুষের। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে অসহায়, গরীব, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা। অসহায় শীতার্ত মানুষদের একটু গরম কাপড়ের ছোঁয়া দিতেই নওগাঁর রাণীনগরে শীতবস্ত্র বিতরণ করেছে আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার উপজেলার শফিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি এস, এম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, শফিকপুর বি.এম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রাং, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের অন্যান্য সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অত্র অঞ্চলের শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় অতিথিরা বলেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষরা মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন নামক সামাজিক সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছেন এটি সত্যিই মহৎ একটি উদ্যোগ। আগামীতে শুধু শীতবস্ত্রই নয় সমাজের অসহায় ও গরীব মানুষদের কল্যাণে সকল ধরনের কাজ চলমান রাখার আহ্বান জানান অতিথিরা।

সভাপতি জানান প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সহযোগিতার বার্তা নিয়ে ২০২০সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই অরাজনৈতিক ও সামাজিক সংগঠনটি। রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটি তার পথচলা শুরু করে। প্রতিবছরই বিভিন্ন দুর্যোগের সময় এই অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সংগঠনটি সাধ্যমতো সহযোগিতা করে আসছে। আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

টাইমস টুডেতে ডিজিটাল মিডিয়া বিভাগীয় প্রধান হিসেবে যোগদান ...

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বেজড সংবাদমাধ্যম টাইমস টুডে-ত...

image

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ...

image

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৩ বার

নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন...

image

বরুড়া থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি মাসুদ, সম্...

কুমিল্লা প্রতিনিধি : সাংবাদিকতার আদর্শ, ঐক্য ও পেশাগত দায়বদ্...

image

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন দেশের ২৯ সাংবাদিক

নিউজ ডেস্ক : চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংল...

  • company_logo