• গণমাধ্যম

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পেশাদারিত্ব, সততা ও সাহস বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের এক জরুরি সভায়। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় সিন্যামুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। 

সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। 

সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা। 

সংগঠনের উপদেষ্ঠা ড. ফজলুল হক রুমন রেজা বলেন, "বর্তমানে অনলাইন চ্যানেল ও পোর্টালের তৎপরতা এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে সাংবাদিকতার চ্যালেঞ্জ বেড়েছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাংবাদিকরা বাড়তি ঝুঁকির মধ্যে রয়েছেন। এ অবস্থায় পেশাদারিত্ব ও সততা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে"। 

সংগঠনের আরেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, "নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সরকারি অনুমোদনপ্রাপ্ত জেলার একমাত্র টেলিভিশন সাংবাদিক সংগঠন। ইতিমধ্যে এটি বিভাগীয় শ্রম অধিদপ্তর থেকে অনুমোদন ও নিবন্ধন পেয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে"। 

উপদেষ্টাদ্বয় এ সংগঠনের সব কার্যক্রমে সার্বিক  সহযোগিতার আশ্বাসও দেন। 

এর আগে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন। তিনি জেলার বিভিন্ন টেলিভিশনে কর্মরত  সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের প্রতিশ্রুতি দেন। 

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইন রবিন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক ও প্রথম আলোর বর্তমান জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ। 

আলোচনায় সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতামত তুলে ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর ইসলাম, কোষাধ্যক্ষ হাসানুল রাকিব, দপ্তর ও প্রচার সম্পাদক বিল্লাল হোসাইন, কার্যকরী কমিটির সদস্য দীলিপ কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম হানিফ, সংগঠনের সদস্য গৌতম সাহা, শরীফ হোসেন লিটন, রবিউল ইসলাম ও আসাদুজ্জামান নুর সহ কার্যকরী কমিটির সদস্যরা। 

সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সভার অতিথি নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, একাত্তর টিভির জেলার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নোমান চৌধুরী সুমন, এখন টিভির জেলা প্রতিনিধি এমরান আলী সজীব, স্টার নিউজের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু ও এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন।  

এ বিষয়ে যথাযথ পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান সহ সর্বাত্বক সহযোগিতা করবেন বলে জানান সংগঠনের দুই উপদেষ্টা ড. রুমন রেজা ও আব্দুস সালাম। 

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের জরুরি এ সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে পেশাদার  সাংবাদিকতার মান বজায় রাখা, সাংবাদিকদের নিরাপত্তায় করণীয়, নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও সংগঠনের পরবর্তী কার্যক্রম গতিশীল করাসহ সদস্যদের মতামত গ্রহণের মাধ্যমে নানা বিষয় নিযে আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

দুই শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে ও ডি...

নিউজ ডেস্ক : প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায়...

image

দুই শীর্ষ গণমাধ্যমে হামলায় ‘লজ্জিত’ প্রেস সচিব

নিউজ ডেস্ক : দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও ...

image

চন্দনাইশ প্রেস ক্লাবের বিজয় দিবস উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি :  চন্দনাইশ প্রেস ক্লাবের  উদ্যোগে যথাযোগ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘HEAT ATF Sub-Project Proposal Submi...

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ...

image

সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী

নিউজ ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী...

  • company_logo