• গণমাধ্যম

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও জুলাই বিপ্লবে আহত সাংবাদিকদের স্বকৃীত স্বরূপ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল দশটায় (পুরানথানা) ইসলামিয়া সুপার মার্কেট হতে বাদ্যযন্ত্র সম্মলিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে মিলিত হয়। 

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক মো: রমজান আলী। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের উপদেষ্টা একে নাসিম খান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।

সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের জেলা ইউনিটের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, দৈনিক আমার দেশ ও জিটিভির জেলা প্রতিনিধি সংস্থার উপদেষ্টা মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আমাদের সময় জেলা প্রতিনিধি এড. মাসুদ ইকবাল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা জাসাস এর আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আশরাফ আলী সোহান, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, এড. শওকত কবীর খোকন, এড. নিজাম উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোতাহের হোসেন, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স এর পরিচালক বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাংবাদিক আমিনুল হক সাদী, শামছুল আলম সেলিম, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন এবং উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক ফারুকুজ্জামান ও শফিকুল ইসলাম নাঈমকে স্বকৃীত স্বরূপ সম্মাননা, জেলা ইউনিটির সাবেক সভাপতি রেজাউল হাবিব রেজাকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মাননা ও স্ব স্ব ক্ষেত্রে সৃজনশীল কাজে অবদানের জন্য স্থানীয় দুই প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (১)





image
image

উলিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে "উলিপুর প্রেসক্লাব" ...

image

সাটুরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্ল...

image

কুড়িগ্রামে পিআইবি'র সংবাদ প্রতিবেদন বিষয়ক তিন দিনের প্রশি...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)এর আওতায় কু...

image

নড়াইল জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদ...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্প...

image

ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫...

  • company_logo