• Financial

After eight months, the import of raw chillies started through Hily port

  • Financial
  • 16 August, 2021 11:26:01

Photo: CNI

হিলি প্রতিনিধি দীর্ঘ ৮ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় ভারত থেকে একটি ট্রাকে প্রায় ১৩ টন কাঁচা মরিচ আমদানি হয়।  আমদানির খবরে এরইমধ্যে হিলির খুচরা ও পাইকারী বাজারে কমতে শুরু করেছে দাম। বর্তমানে প্রতি কেজি  কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।

হিলি স্থলবন্দরের আমদানি কারকরা জানান, দেশের বাজারে কাচা মরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। যার কারনে হিলি স্থবন্দরের আমদানি কারকরা বেশি বেশি কাঁচা মরিচ আমদানির জন্য এলসি করেছেন। আমদানিকৃত কাঁচামরিচ দেশে আসতে শুরু করায়  খুচরা ও পাইকারী বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। অল্প দিনের মধ্যে আরো দাম কমবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা। 

Comment ( 0)





  • company_logo