• খেলাধুলা

‘এবার কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলংকায় অনুষ্ঠিতহ বে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বিম্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

তিনি বলেছেন, এবার কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না। বিশ্বকাপের শুরুর দিকে খেলাগুলো দেখুন। ভারত-যুক্তরাষ্ট্র, ভারত-নামিবিয়া! এই সব ম্যাচের প্রতি দর্শকদের আকর্ষণ থাকে না। ভারত প্রথম দিকের ম্যাচগুলো ইংল্যান্ড বা শ্রীলংকার মতো দলের সঙ্গে খেললেও একটা আকর্ষণ থাকত।’

নিজের ইউটিউব চ্যানেল সাবেক এই তারকা স্পিনার বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে  দলের সংখ্যা বাড়িয়ে দেওয়ায় প্রতিযোগিতার মান কমছে। দলগুলোর মানের পার্থক্য অনেক বেড়ে গিয়েছে। এভাবে আকর্ষণ ধরে রাখা যায় না।

তাছাড়া এখন প্রায় প্রতি বছর বিশ্বকাপের মতো বড় মাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে টুর্নামেন্টের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আগে দীর্ঘদিন পর বিশ্বকাপ হওয়ায় মানুষ আগ্রহে বসে থাকতো কখন বিশ্বকাপ আসবে। এখন সেটা আর নেই, যে কারণে আগের মতো আগ্রও হারিয়েছে। 

ভারতীয় এই অফ স্পিনার হাতাশা প্রকাশ করে বলেছেন, আগে চার বছর পর পর  বিশ্বকাপ হতো। প্রতিযোগিতার একটা আকর্ষণ থাকত। উত্তেজনা থাকত। এখন প্রতি বছরই আইসিসির প্রতিযোগিতা হচ্ছে। ঘন ঘন প্রতিযোগিতা হওয়ায় আকর্ষণ হারাচ্ছে।

তিনি আরও বলেছেন, আমি স্কুলে পড়ার সময় বিশ্বকাপ এত ঘন ঘন হত না। ১৯৯৬, ১৯৯৯, ২০০৩। নির্দিষ্ট সময় অন্তর বিশ্বকাপ দেখতাম আমরা। বিশ্বকাপের কার্ড সংগ্রহ করতাম। সূচি টাঙিয়ে রাখতাম দেওয়ালে। কত উত্তেজনা থাকত। কিন্তু একের পর এক প্রতিযোগিতায় ক্রিকেটপ্রেমীরা মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। বেশি দিলে আগ্রহ বাড়ে না। 

অশ্বিন বলেন, বিশ্ব জুড়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু বিশ্বকাপের মান বিসর্জন দিয়ে এটা করতে হবে? প্রতিযোগী দলগুলোর ভারসাম্য না থাকলে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতারও আকর্ষণ ধরে রাখা যাবে না।

তিনি আরও বলেছেন, জানি না আগামী বিশ্বকাপের পর এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ কী। অনেক খেলোয়াড়ের মানসিকতা ৫০ ওভারের ম্যাচের মতো নয়। খেলোয়াড় কখনও খেলার চেয়ে বড় হতে পারে না। তবু কোনও কোনও সময় কিছু খেলোয়াড়ের জন্যও প্রতিযোগিতা আকর্ষণীয় হয়ে ওঠে।

মন্তব্য (০)





image

১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযো...

সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে...

image

মামলা করলে মোস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন?

স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজ...

image

‘মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়া দুঃখজনক’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ...

image

সাকিবকে ছাড়িয়ে নাসুমের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নাসুম আহমেদ...

image

‎বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা বাংলাদেশে স...

  • company_logo