• সমগ্র বাংলা

সীমান্তে নিহত ফেলানীর ভাই পেলো চাকরি, আজো বিচারের দাবি পরিবারের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী। তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ সদস্যরা।

দেশ ও বিদেশের আন্তর্জাতিক মিডিয়ায় আলোচিত হয় এই হত্যাকাণ্ডটি। এবার সেই অসহায় পরিবারের এক সদস্য চাকুরী পেল বিজিবিতে। নিহত ফেলানীর পরিবারের এক সদস্যকে চাকুরীতে নিয়োগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।


দেশের বহুল আলোচিত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের কিশোরী ফেলানীকে ২০১১সালের ৭জানুয়ারী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে গুলি করে লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। দীর্ঘ পাঁচ ঘন্টা লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে।

পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ই জানুয়ারী বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও আজো বিচার পায়নি ভুক্তভোগী পরিবারটি।তবে নিহতের পরিবারের এক সদস্যকে চাকরি দিলেন বিজিবি।

আজ বৃহস্পতিবার সকালে বিজিবির সিপাহী পদে নিয়োগ পেয়েছেন সীমান্তে নিহত ফেলানীর ভাই আরফান হোসেন (২১)। আজ দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি সদর দপ্তরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বিজিবি অধিনায়ক। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন ফেলানীর বাবা ও ভাই। ফেলানী হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারটির পাশে সর্বক্ষণিক সহায়তা প্রদান করে আসছে বিজিবি।
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বলেন, বিজিবিতে চাকরি পেয়ে আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি। আমার ছোট বোন ফেলানী হত্যাকাণ্ডের পর বিজিবি সর্বদাই আমাদের পাশে ছিল। আমি বিজিবির একজন সদস্য হিসেবে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করব।
ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু বলেন, বিজিবির সহায়তায় আমরা সচ্ছলভাবে চলতে পারছি। আমাদের পরিবারের সচ্ছলতার জন্য দোকান করে দিয়েছে। তাছাড়াও বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমার ছেলের বিজিবিতে চাকরি হওয়ায় আমরা অনেক খুশি। তবে ফেলানী হত্যার বিচার যেন হয় রাষ্ট্রের কাছে এটি আমার চাওয়া।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে,কর্নেল মেহেদি ইমাম পিএসসি বলেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। ফেলানির ছোট ভাই আরফান হোসেন বিজিবি নিয়োগ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তাই তাকে বিজিবিতে সৈনিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয়,সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নিহতের পরিবারের সদস্যকে চাকুরী দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকারও প্রতিশ্রুতির কথা ব্যক্ত করলেন তিনি।

মন্তব্য (০)





image

গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

image

খুলনায় বেওয়ারিস কুকুরের উপদ্রব: আতঙ্কে পথচারী ও শিক্ষার্থ...

খুলনা প্রতিনিধিঃ খুলনার সড়ক এখন শুধু যানজট ও দুর্ঘটনার শঙ্কা...

image

নওগাঁয় ভুয়া চার পুলিশ সদস্য ও গণঅধিকার নেতা পরিচয়ে চাঁদাব...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেফতার করতে যাও...

image

রাণীনগরে প্রশাসনের একহালি সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের একহালি সভা...

image

রাণীনগরে গবাদিপশুর বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার টি...

  • company_logo