
ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে মানবিক ৩৫৭তম এর দিনব্যাপী এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে ড্রীম ট্যুরস এন্ড ট্রাভেলস ঈশ্বরগঞ্জ। দিনব্যাপী এ আয়োজনে কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রক্তদানে তরুণদের উৎসাহিত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের সুধীজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিগণ এ আয়োজনকে সময়োপযোগী ও মহৎ উদ্যোগ বলে মন্তব্য করে বলেন, রক্তের প্রয়োজন যেকোনো সময় হতে পারে। অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানেন না, ফলে দুর্ঘটনা বা জটিল পরিস্থিতিতে সমস্যা দেখা দেয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষ সহজেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারছে, যা জরুরি সময়ে প্রাণ বাঁচাতে সহায়ক হবে।
ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করি। এসময় অনেকেই ভবিষ্যতে নিয়মিত রক্তদাতা হওয়ার প্রতিশ্রুতিও দেন।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল রাকিবুল হাসান জানান, রক্তদানের মতো মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নিয়মিত ভাবে ঈশ্বরগঞ্জ ও আশপাশের এলাকায় সচেতনতামূলক সভা, ক্যাম্পেইন ও রক্তদানের কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ইতিমধ্যেই ঈশ্বরগঞ্জে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে সুনাম কুড়িয়েছে। এবারের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনও স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ফরিদপুর প্রতিনিধিঃ ১০ টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রির ঘোষণ...
নওগাঁ প্রতিনিধি: জনবল সংকট সত্ত্বেও নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাই...
নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ...
পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ আসন্ন শারদীয...
মন্তব্য (০)