• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আদালতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন বিচারপতি কে এম হাফিজুল আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আদাল চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম। জানা গেছে, বিচারপ্রার্থীদের জন্য এবার পঞ্চগড় আদালতে নির্মিত হলো আধুনিক সুযোগ-সুবিধাসহ এই বিশ্রামাগার বা ‘ন্যায়কুঞ্জ’।

সোমবার (২১ জুলাই) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।

প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে আদালত চত্বরে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর। এটাই পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য প্রথমবারের মতো নির্মিত এমন কোনো বিশ্রামাগার। দৃষ্টিনন্দন এই ভবনে রয়েছে বসার সুব্যবস্থা, মাতৃ কর্নার, সুপরিসর টয়লেট এবং ক্যান্টিন। এতে করে বিচারপ্রার্থীরা অপেক্ষারত অবস্থায় কিছুটা স্বস্তিতে সময় কাটাতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন অনুষ্ঠানে বিচারপতি কে এম হাফিজুল আলম র্ভাচ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, এর আগে আদালতে বিচারপ্রার্থীদের খোলা আকাশের নিচে অবস্থান করতে হতো। অসুস্থ মানুষ ও মায়েদের জন্য বিশ্রামের কোন ব্যবস্থা ছিলো না। আমরা বিচার প্রার্থীদের কথা চিন্তা করেই এই ন্যায়কুঞ্জ নির্মাণের উদ্যোগ নেই। এর মাধ্যমে আদালতে নতুন মাত্রা যোগ হলো। এখানে মানুষজনের বসার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, টয়লেট ও ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এছাড়া আদালতে আমরা হেল্পডেস্ক নির্মাণ করেছি।  

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি এম এ বারী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব উল হোসেনসহ আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন। পরে ন্যায়কুঞ্জের সামনে বৃক্ষরোপন করা হয়।

মন্তব্য (০)





image

দোহারে যুবদল কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের কুলছরি এলাকা...

image

চাঁপাইনবাবগঞ্জে  বিষাক্ত সাঁপের কামড়ে এক কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঘুঘুডিমা এলাকায় বিষাক্...

image

গাজীপুর জেলা কৃষক দলের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

গাজীপুর প্রতিনিধিঃ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় ...

image

চিলমারীতে সন্তান হত্যার বিচার চান বাবা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কলেজ শিক্ষার্থী জোবায়ের মৃত্য...

image

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হলেই হাঁটু পানি ভোগান্তিতে জনসাধারণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই চাঁপাইনবাবগঞ্জ ...

  • company_logo