
ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যাকবলিত এলাকার চার শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৯ জুলাই) দুপুরে ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমানের আয়োজনে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর নাপিত কোনা ও পরশুরামের ধনিকুণ্ডা ধোপাবির মোড় এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিএমইএর পরিচালক রশিদ আহম্মদ হোসাইনী।
এসময় বিজিএমইএর প্রতিনিধি দল ও স্থানীয়দের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেন।
খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন বন্যাদুর্গত এলাকার মানুষ। তারা বিজিএমইএ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজিএমইএর পরিচালক রশিদ আহম্মদ হোসাইনী বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছি। দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের জন্য সংগঠনটি সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের অন্যতম মাধ্যমিক স্তরের শিক্ষায়তন ডি এ ...
রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর সিওবাজার এলাকায় একটি ...
গোপালপুর প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে শহীদদের স্মরণে...
পাবনা প্রতিনিধিঃ দরিদ্র পরিবারের সন্তান নুর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির...
রংপুর ব্যুরোঃ নতুন ডিজাইন,আধুনিক ফিচার এবং অধিক ...
মন্তব্য (০)