• সমগ্র বাংলা

কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের পাশেই অবস্থিত একটি ঝুট ও গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঝুট ও গ্যাস সিলিন্ডার অত্যন্ত দাহ্য হওয়ায় এবং বাতাসের কারণে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। ফায়ার সার্ভিস সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ করছেন, যাতে সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি এড়ানো যায়।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ না করা গেলেও ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ লাখ টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া গোডাউনটির মালিক হরতকীতলা এলাকার বাসিন্দা মাদিনা গায়েনের ছেলে এছাক গায়েন। তিনি জানান, গোডাউনে বিপুল পরিমাণ ঝুট ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, যা সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার খান রায়হান চৌধুরী বলেন, "আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে লিক হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।"

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিভে গেছে কি না তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সতর্কভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

মন্তব্য (০)





image

পাবনায় আওয়ামী লীগ নেতা নুরু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষ...

image

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক : রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণের ...

image

জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর ঢাকা-৮ আসন...

image

ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা ও সাবেক মন্ত্রী কামাল ইউ...

ফরিদপুর প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থ্যতা কামনা ও স...

image

ময়মনসিহ-৫ আসনের জামায়াতের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবি...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিহ ৫ মুক্তাগাছা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার...

  • company_logo