• সমগ্র বাংলা

কালীগঞ্জে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ ১১ মামলার আসামী শাকিল সহ তিনজন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. শাকিল মোল্লা (৩৫)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল মোল্লার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা (নং-১১) রুজু করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

গ্রেপ্তার  শাকিল মোল্লা জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের আব্দুল করিম মোল্লা ছেলে। অন্যদিকে, বাকি দুইজন হলেন একই ইউনিয়নের রাতকানা গ্রামের মো. নূর চাঁন আকন্দের ছেলে মো. গোলজার হোসেন (৩৬) ও একটি উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাও গ্রামের মো. বাবুল মোড়লের ছেলর মো. নাইম (২৫)। 

ওসি জানান, গত ১২ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ থানাধীন কলাপাটুয়া এলাকার পরিত্যক্ত একটি মুরগির খামারে মো. শাকিল মোল্লা ও তার সহযোগীরা মো. রাসেল ব্যাপারীকে (৩৮) অপহরণ করে আটক রাখে। এ সময় ভিকটিমের কাছে ১ লাখ ৭৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাকে মারধর করা হয়। ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ওইদিন  রাত ১টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে শাকিল মোল্লার বাগানের ভেতরে অবস্থিত পরিত্যক্ত মুরগির খামার থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানায়, গ্রেপ্তারকৃত শাকিল মোল্লার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি অপহরণ মামলা, একটি চাঁদাবাজি মামলা, তিনটি মাদক মামলা এবং অন্যান্য ধারায় পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

উদ্ধার ও গ্রেপ্তারের পর মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নড়াইল প্রতিনিধিঃ জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দি...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কা...

image

জামালপুরে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সি...

image

ওসমান হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির ...

বেনাপোল প্রতিনিধিঃ রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম...

image

ফরিদপুরে ইনকিলাব ‌মঞ্চের ‌আহ্বায়ক হাদীর উপর হামলার প্রতিব...

ফরিদপুর  প্রতিনিধিঃ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্...

  • company_logo