• সমগ্র বাংলা

দিনাজপুরের ৬টি আসনে জাপার দলীয় মনোনয়ন ফরম বিতরন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করেছে জাতীয় পার্টির জেলা কমিটি। আজ শুক্রবার সন্ধ্যায় কালিতলাস্ত দলীয় কার্যালয় আয়োজিত বর্ধিত সভায় ওই মনোনয়ন ফরম করা হয়।  

সভার সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায় আহমেদ শফি রুবেল। সভা পরিচালনা করেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন। 

সভায় বক্তব্য দেন দিনাজপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশি শাহিনুর ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী, দিনাজপুর ২ আসনে এ্যাডভোকেট জুলফিকার হোসেন, দিনাজপুর সদর ৩ আসনে আহমেদ শফি রুবেল, দিনাজপুর ৪ আসনে আব্দুল আলিম হাওলাদার ও নুরুল আমিন শাহ্, দিনাজপুর ৫ আসনে সোলায়মান সামি, কাজী আব্দুল গফুর ও এ্যাডভোকেট নুরুল ইসলাম  এবং দিনাজপুর ৬ আসনে জাহাঙ্গীর আলম ও এ্যাডভোকেট রেজাউল।

এছাড়াও বক্তব্য দেন ডাঃ আনোয়ার হোসেন, রোকেয়া বেগম লাইজু, লাইসুর আমার লাভলু মমতাজ আলম, পৌর কমিটির সাধারণ সম্পাদক সোয়েব ইফতেখার, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক বিধান চক্রবর্তী বাসু,  যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির  আহবায়ক শফিক আহমেদ, হাকিমপুর উপজেলা কমিটির নেতা জাহানুর ইসলাম,  বোচাগঞ্জের নেতা আব্দুল আলিম, কাহারোলের নেতা মনির হোসেন, বিরলের নেতা দুলাল হোসেন এবং নবাবগঞ্জের নেতা সুলতানসহ অন্যান্যরা।

 বক্তারা বলেন, নির্বাচনে অংশ গ্রহনের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা পেলেই ভোটের মাঠে লড়াই করে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে বিজয়ী করে ক্ষমতায় আনতে চান তারা। 

মন্তব্য (০)





image

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নড়াইল প্রতিনিধিঃ জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দি...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কা...

image

জামালপুরে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সি...

image

ওসমান হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির ...

বেনাপোল প্রতিনিধিঃ রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম...

image

ফরিদপুরে ইনকিলাব ‌মঞ্চের ‌আহ্বায়ক হাদীর উপর হামলার প্রতিব...

ফরিদপুর  প্রতিনিধিঃ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্...

  • company_logo