ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : নিরাপদ ও অর্গানিক কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সকল সামগ্রী এক ছাদের নিচে পাওয়ার সুবিধার্থে বগুড়ায় যাত্রা শুরু করলো টিএমএসএস কাঁচাবাজার লিমিটেড।
শুক্রবার বিকেলে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে পরিবেশ বান্ধব এই বাজারের উদ্বোধন করেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উদ্বোধনী বক্তব্যে পরিবেশবান্ধব এই বাজার চালু করা প্রসঙ্গে ড. হোসনে আরা বেগম বলেন, বাজারটির শেড তৈরি করা হয়েছে দেড়শো কিলোওয়াট শক্তি সম্পন্ন সোলার প্যানেল দিয়ে যার মাধ্যমে বাজারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যুক্ত হবে। প্রাথমিকভাবে ৬১টি স্থায়ী ও ৩০টি অস্থায়ী দোকানের মধ্য দিয়ে বাজারটি শুরু হলেও ক্রেতা চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বাড়ানো হবে এর আকার।
বাজারটিতে ক্রেতারা নিরাপদ ও অর্গানিক খাদ্যপণ্যের পাশাপাশি কীটনাশকমুক্ত ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন কৃষিপণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে বিক্রয় করা হবে যেখানে কোন মধ্যস্থতাকারী থাকবে না। প্রকৃত অর্থে সাধারণ মানুষকে বিষমুক্ত সবজির পাশাপাশি নিরাপদ খাদ্যপণ্য সরবরাহই তাদের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস এর উপদেষ্টা আয়েশা বেগম, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার, হেলথ সেক্টর প্রধান ও উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো: মতিউর রহমান, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাজারটি সম্পর্কে টিএমএসএস কর্তৃপক্ষ আরো জানান, নারী ক্রেতা ও উদ্যোক্তাদের জন্য বাজারটিতে রাখা হয়েছে নারী বান্ধব অবকাঠামো। যেখানে নিরাপদ চলাচলের পথ, পর্যাপ্ত আলো, মনিটরিং ব্যবস্থা থাকবে এতে নারীদের অংশগ্রহণ বাড়বে এবং ব্যবসায়িক পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় হবে। এছাড়াও বাজারে রয়েছে উন্নত স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা।
নড়াইল প্রতিনিধিঃ জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সি...
বেনাপোল প্রতিনিধিঃ রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম...
ফরিদপুর প্রতিনিধিঃ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্...

মন্তব্য (০)