ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিক্সা চালকেরা। এসময় মহাসড়কের উভয়মূখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত শ্রীপুর উপজেলার পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটোরিক্সা চালক একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। এ অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহ গামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন গুলো দীর্ঘ সময় মহাসড়কে আটকে পড়ে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এসময় অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পুরান বাজার এলাকায় হাইওয়ে পুলিশের টহল টিমের গাড়ি দেখে এক অটোরিক্সা চালক দ্রুতগতিতে পালানোর সময় অটোরিক্সা উল্টে গিয়ে সামান্য ব্যাথা পায়, এতে করে ওই অঞ্চলের সমস্ত অটোরিক্সা চালকেরা পুলিশের উপর চড়াও হয়ে লাঠি নিয়ে তেড়ে আসে এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
তিনি আরো জানান, সরকার অনুমতি দিলে মহাসড়কের অটোরিক্সা চলাচল করতে পারবে অন্যথায় মহা সড়কে কোনো প্রকার অটোরিক্সা চলাচলের অনুমতি দেওয়া হবেনা । চালকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।
পাবনা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৮ দিন বাকি।...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাস...
নিউজ ডেস্ক : নতুন বছরের প্রথম ২৪ দিনে দেশে ২৪৭ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৪...
নীলফামারী প্রতিনিধি :পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা ক...

মন্তব্য (০)