ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গাজীপুর–৩ (শ্রীপুর- সদর উপজেলা আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু টেপিরবাড়ী বাজারে গণসংযোগ করেছেন। এ সময় স্থানীয় জনতার কাছ থেকে মিলেছে স্বতঃস্ফূর্ত সাড়া।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারে জনসংযোগ করেন গাজীপুর- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু। গত কয়েকদিন অসুস্থ থাকার পর প্রথম গণসংযোগে অংশ নেয়ায় জনগনের ব্যাপক সারা মিলছে। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিয়ে ধানের শীষ প্রতিকে ভোট চান তিনি।
গণসংযোগের পর অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের বলেন, তারুণ্যের অহংঙ্কার এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই আমাদের জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। সবগুলোই জনবান্ধব কর্মসূচী। আমাদের লক্ষ্যই হচ্ছে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহবায়ক আবু জাফর সরকার, উপজেলা বিএনপির সদস্য মাহফুল হাসান হান্নান , গাজীপুর জেলা ড্যাবের আহবায়ক ডাঃ আলী আকবর পলান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম নয়নসহ শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ছাড়াও ১১দলীয় জোটের প্রার্থী মাওলানা এহসানুল হক ( রিকশা), স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া), ইসলামী আন্দোলনের হাফেজ আলমগীর হোসেন( হাতপাখা), ইসলামী ঐক্যজোটের মুফতি শামীম আহমেদ( মিনার), জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন( লাঙ্গল), বাসদের আতিকুল ইসলাস পিয়াল( মই) প্রতিক নিয়ে লড়ছেন।
গাজীপুর- ৩ আসনটি শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
পাবনা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৮ দিন বাকি।...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাস...
নিউজ ডেস্ক : নতুন বছরের প্রথম ২৪ দিনে দেশে ২৪৭ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৪...
নীলফামারী প্রতিনিধি :পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা ক...

মন্তব্য (০)