ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে হরিণ প্রতীকের প্রার্থী অন্তরা হুদার এজেন্ট ফারুক মোল্লাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাসফিক সিবগাত উল্লাহর ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিণ প্রতীকের প্রার্থী এডভোকেট অন্তরা হুদার দোহারের কুসুমহাটি ইউনিয়নের আরিতা গ্রামে তার এজেন্ট ফারুক মোল্লার বাড়িতে লোকমারফত শীতবস্ত্র কম্বল পাঠায়। এ খবর পেয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহর ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও কম্বল জব্দ করে নিয়ে আসেন।
এ বিষয়ে ফারুক মোল্লা বলেন, অন্তরা হুদার বাবা নাজমুল হুদার সাথে আমার ভাল সম্পর্ক ছিলো, তাই আমার কাছে কম্বল পাঠিয়েছে। আমি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, সারাজীবন বিএনপিই করেছি।
এ বিষয়ে জানতে অন্তরা হুদাকে ফোন দেয়া হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, দলের কেউ শৃঙ্খলা ভংগ করলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাসফিক সিবগাত উল্লাহ বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আজ একজনকে সতকর্তকামূলক ভাবে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।
পাবনা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৮ দিন বাকি।...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাস...
নিউজ ডেস্ক : নতুন বছরের প্রথম ২৪ দিনে দেশে ২৪৭ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৪...
নীলফামারী প্রতিনিধি :পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা ক...

মন্তব্য (০)