ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আরিয়ান (৭) নামে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শিশুটির মৃত্যু স্বাভাবিক নয়; তারা সৎ মায়ের নির্যাতনকে এর কারণ বলে সন্দেহ করছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
নিহত আরিয়ান ওই গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আরিয়ানের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তার মা অন্যত্র বিয়ে করলে আরিয়ান বাবার সঙ্গেই থাকত। পরবর্তীতে সেলিম মিয়া সুনামগঞ্জের বাসিন্দা রিনা আক্তারকে বিয়ে করেন।
শনিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে সেলিম মিয়া ঘরে ঢুকে ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান। সন্ধ্যার দিকে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী শিশুটির মৃত্যুকে সন্দেহজনক বলে মনে করেন এবং বিষয়টি পুলিশকে জানান। পরে রাত আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি মো. জাকির হোসেন বলেন, “শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত করে বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।”
পাবনা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৮ দিন বাকি।...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাস...
নিউজ ডেস্ক : নতুন বছরের প্রথম ২৪ দিনে দেশে ২৪৭ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৪...
নীলফামারী প্রতিনিধি :পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা ক...

মন্তব্য (০)