ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখনও ভারতীয় ভিসা পাননি ইংল্যান্ড দলের পাকিস্তানি বংশোদ্ভূত দুই স্পিনার, রেহান আহমেদ ও আদিল রশিদ। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারত সরকার, বিসিসিআই ও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
ভিসা জটিলতার কারণে আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে (যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড) এই দুই ক্রিকেটার খেলতে পারছেন না। এই সিরিজটি মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে বিলম্ব হওয়া নতুন ঘটনা নয়। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের শীর্ষ স্পিনার শোয়েব বশিরও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সফরে একই সমস্যার মুখোমুখি হয়েছেন। ফলে তিনি হায়দরাবাদের প্রথম টেস্ট খেলতে পারেননি। এর আগে ইংল্যান্ডের সাদা বলের পেসার সাকিব মাহমুদও ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে সমস্যায় পড়েছিলেন।
জানা গেছে, রেহান আহমেদ ও আদিল রশিদের ভিসা দেওয়ার বিষয়ে ভারত সরকারের কোনও আপত্তি নেই। ইসিবি আশা করছে, সময়মতো তারা বিশ্বকাপ দলে যোগ দিতে পারবেন।
ইংল্যান্ড ২২ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতিমূলক সিরিজ খেলবে। এরপর তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ হবে ৮ ফেব্রুয়ারি, যেখানে প্রতিপক্ষ নেপাল।
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসি...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ে জ...
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সামনে আরও একটি সুযোগ। এনিয়ে তৃতীয়বার বিপিএল...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছ...
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিত...

মন্তব্য (০)