• খেলাধুলা

বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে বৃহস্পতিবার বিপিএল-এর খেলা বন্ধ থাকলেও, শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে ঢাকা পর্বের ম্যাচসমূহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার রাতে কোয়াব সদস্যদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা দেয় যে, স্থগিত থাকা দুইটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে এবং ওই দিনের টিকিটধারীরা সেই টিকিট ব্যবহার করে খেলা দেখতে পারবেন।

‎বিসিবির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার দিনের দুইটি ম্যাচ ক্রিকেটারদের বয়কটের কারণে স্থগিত হয়। সেই দুইটি ম্যাচ দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স শুক্রবার অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বাকি ম্যাচগুলোর সময় একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। লিগ পর্ব শেষ হবে ১৮ জানুয়ারি, প্লে-অফের নতুন সূচি অনুসারে ২০ ও ২১ জানুয়ারি খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ২৩ জানুয়ারি মাঠে গড়াবে।

‎টিকিট সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। যারা ১৬ জানুয়ারি স্থগিত থাকা ম্যাচের টিকিট কিনেছেন, তারা সেই টিকিট ব্যবহার করে শুক্রবার খেলা দেখতে পারবেন। তবে যারা ১৫ জানুয়ারি খেলার টিকিট কিনেছিলেন, তারা তাদের টিকিটের অর্থ ফেরত পাবেন। অর্থ ফেরত প্রক্রিয়া সম্পন্ন করতে হলে দর্শকদের বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট অথবা +8809606-501231 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

‎মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাকি ম্যাচগুলোও নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

‎উল্লেখ্য, খেলা বয়কটের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বেশ কিছু দর্শক স্টেডিয়ামে প্রবেশ করলেও, বয়কটের কারণে খেলা শুরু না হওয়ায় মাঠের বাইরে ক্ষুব্ধ দর্শকদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিস্থিতির মধ্য দিয়ে বিপিএল-এর ঢাকা পর্ব আবারও শুরু হতে যাচ্ছে এবং দর্শকরা টিকিটের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তাও পেয়েছেন।

মন্তব্য (০)





image

বিশ্বকাপ না খেললে একাধিক সংকটে পড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসি...

image

যে অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ে জ...

image

বিপিএলের প্রথম শিরোপা জয়ে চট্টগ্রামের প্রয়োজন ১৭৫

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সামনে আরও একটি সুযোগ। এনিয়ে তৃতীয়বার বিপিএল...

image

বিপিএল ফাইনালে তানজিদের ব্যাটিং ঝড়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছ...

image

ক্রিকেট উন্নয়নে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন বছরের সমঝোতা চু...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিত...

  • company_logo