ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে সন্ত্রাস বিরোধী আইনে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
আটক রাসেল পাঠান (৫০) ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম শাখাওয়াত হোসেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম 'স্টপলিস্টে' পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহ মহানগরীর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন সহ দুটি মামলা রয়েছে। এ সময় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম শাখাওয়াত হোসেন বলেন, স্টপলিস্টে থাকা ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠানকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয়েছে এবং তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। #
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনে যুব ভিত্তিক সংগঠন ইয়...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউন...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে ক...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬...

মন্তব্য (০)