ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল। যার মাধ্যমে রাজধানী ঢাকার পর দেশের দ্বিতীয় এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ ক্যান্সার কেয়ার ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করলো প্রতিষ্ঠানটি।
বুধবার রাতে শহরের পাঁচ তারকা হোটেল মম ইন কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে বিশেষায়িত এই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএমডিসির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তরবঙ্গে এই প্রথম হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল স্থাপনের এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের জীবন রক্ষায় টিএমএসএস একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। মানব সেবায় টিএমএসএসের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন বিশেষায়িত এই চিকিৎসা সাধারণ মানুষের দোরগোঁড়ায় আসায় এই অঞ্চলের অনেক ভুক্তভোগী মানুষ নতুন করে প্রাণ ফিরে পেতে পারেন।
টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান বক্তা ছিলেন টিএমএসএস হেমাটোলজি এন্ড বিএমটি সেন্টারের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা: আবু জাফর মোহাম্মদ সালেহ। তিনি বলেন, এই ইউনিট চালুর মাধ্যমে দেশে হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেবার আধুনিকায়ন ও উন্নয়নে টিএমএসএস-এর প্রতিশ্রুতি ও প্রচেষ্টা আরও দৃশ্যমান হয়েছে। এখানে রোগীরা নির্ভুল টেস্ট রিপোর্ট, বিশ্বমানের চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞের পরামর্শ পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, বগুড়ায় এমন অত্যাধুনিক একটি ক্যান্সার কেয়ার ইউনিট চালু হওয়ায় উত্তরবঙ্গ ও আশপাশের অঞ্চলের রোগীরা এখন সাশ্রয়ী খরচে বিশ্বমানের ক্যান্সার ও ট্রান্সপ্লান্ট চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ওয়াদুদুল হক তরফদার এবং হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা: আমিন লুৎফুল কবির। আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা: মো: মতিউর রহমান। উদ্বোধনের পর একটি সাইন্টিফিক প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করে টিএমএসএস। এছাড়া সাইন্টিফিক প্রোগ্রামে দেশের শীর্ষস্থানীয় হেমাটোলজিস্ট ও চিকিৎসকরা অংশ নেন। এতে হেমাটোলজি, অঙ্কোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সাম্প্রতিক অগ্রগতি, সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা ও মত-বিনিময় করা হয়।
টিএমএসএস এর সংশ্লিষ্টরা বলেন, বগুড়ায় অত্যাধুনিক এই ক্যান্সার ইউনিটটি উদ্বোধনের ফলে উত্তরবঙ্গ ও এর আশেপাশের অঞ্চলের রোগীরা এখন থেকে আরও সহজে ও স্বল্প খরচে হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এর পাশাপাশি বিভিন্ন উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। এতে করে ঢাকা কেন্দ্রিক হাসপাতালগুলোর উপর অনেকটাই নির্ভরশীলতা কমবে সাধারণ মানুষের।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনে যুব ভিত্তিক সংগঠন ইয়...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউন...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে ক...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬...

মন্তব্য (০)