ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন জন কর্মকর্তার অপসরন দাবিতে বিড়ি ফ্যাক্টরির মুল গেট বন্ধ করে বিক্ষোভ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ। বুধবার সকালে নাভারন বিড়ি ফ্যাক্টরির মুল গেট বন্ধ করে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ দূর্নিীতিবাজ ৩ কর্মকর্তার অপসরনের দাবিতে এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী আকিজ বিড়ি ফ্যাক্টরির ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দরা অভিযোগ করে বলেন, তাদেরকে প্রতিনিয়ত অপমান ও অশ্লিল ভাষায় গালিগালাজ ও হেনস্থা করা হয়। তারা বলেন আকিজ বিড়ি ফ্যাক্টরির জি এম মোখলেছুর রহমান রবিউল হোসেন নামে এক ড্রাইভারকে কোন অভিযোগ ছাড়া গালিগালাজ করে তাকে চাকুরি থেকে বের করে দেন। এ ভাবে আরও ৭জন ড্রাইভারকে বিনা কারনে চাকুরিচুত করা হয়। এ ছাড়া মিথ্যা অভিযোগ করে আরও ৭ জন ড্রাইভারের নামে ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ড্রাইভার ও তাদের সহকারীবৃন্দ ৯টি দাবি তুলে আকিজ বিড়ি ফ্যাক্টরির পরিচালক বরাবর একটি লিখিত দাবি তুলে স্মারক লিপি দিয়েছেন।
এসময় আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ সব কর্মকর্তাকে ফ্যাক্টরিতে প্রবেশ করতে বাধাদেন। এ খবরে ফ্যাক্টরির সামনে বিক্ষোভ নিয়ন্ত্রন করতে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রন করে। আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের ৯ দফা দাবি ও ৩ কর্মকর্তার অপসরন ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আবারো বিক্ষোভ করবে বলে ঘোষনা দেন। #
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনে যুব ভিত্তিক সংগঠন ইয়...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউন...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে ক...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬...

মন্তব্য (০)