ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গণমাধ্যমে হামলার ঘটনা খতিয়ে দেখার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা, সেইটার একটা পরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা, সেটি খতিয়ে দেখা দরকার।
দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মধ্যরাতে প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী আক্রমণ চালায়।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট হতে যাচ্ছে। হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন। হাদিকে হত্যার পেছনে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ তার সমর্থকদের।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখানে সরকারের সমালোচনা করতে চাই। এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টিলিজেন্স রিপোর্ট (গোয়েন্দা প্রতিবেদন) থাকা উচিত ছিল এবং প্রিকুশনারি মেজরস হিসেবে আগে থেকেই এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগে থেকেই। এগুলো আমরা দেখেছি।
তবে এ ধরনের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, কোনো কোনো ষড়যন্ত্র, নীলনকশা থাকতেও পারে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তাজনিত যেসব বিষয় আছে, সেগুলো নিয়ে বিএনপি সরকারের সঙ্গে সমন্বয় করছে এবং সরকারও প্রয়োজনীয় সহযোগিতা করছে।
তিনি জানান, ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজধানীর ৩০০ ফুট এলাকায় সেই অনুষ্ঠান হতে পারে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ...
নিউজ ডেস্ক : জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রোববার (২১ ...
নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্র...
নিউজ ডেস্ক : ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, দলে...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর...

মন্তব্য (০)