• রাজনীতি

কারাগারে বেগম জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়: মির্জা আব্বাস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তার ভাষায়, একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হওয়ার কারণেই খালেদা জিয়া আজকের এ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এ বক্তব্য রাখার সময় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, তিনি সব সময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থেকেছেন। কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। তিনি আরও জানান, ঢাকায় আসা এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন— আমরা কি নিয়ে লাফালাফি করছি? উনি তো বাঁচবেন না দুই বছর। আব্বাস জানতে চাইলে ওই সাংবাদিক বলেন, সবকিছুই ‘ডিজাইন’ করে রাখা হয়েছে— এমনভাবে যে তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। কিন্তু আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।

তিনি বলেন, শুক্রবার (২৮ নভেম্বর) রাত একটার দিকে তিনি খালেদা জিয়াকে দেখতে যান এবং প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন। আজকের সর্বশেষ খবরে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানান। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। 

মির্জা আব্বাস বলেন, যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে, তারাই বহু বছর দেশ দখলে রেখেছিল এবং দেশকে ‘শেষ করে দিয়েছে’। এখন বিদেশে বসে তারা বলছে— আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। তিনি প্রশ্ন তোলেন— তারা কি বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেননি? তার মতে, বাংলাদেশে নির্বাচন হবেই এবং তা আসন্ন ফেব্রুয়ারিতেই হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় চট্টগ্রামের এম হায়দার আলী প্রথম স্থান, ঢাকার শামসুল হক রিপন দ্বিতীয় স্থান এবং চট্টগ্রামের এম রাশেদ তৃতীয় স্থান অর্জন করেছেন।

 

মন্তব্য (০)





image

‘চট্টগ্রামে ৮ দলের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে’

নিউজ ডেস্ক : শুক্রবার চট্টগ্রামের লালদীঘির মাঠে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ...

image

‘শাপলা কলি’ প্রতীকে সনদ পেল এনসিপি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহ...

image

রাজাকারদের জন্য আ.লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযু...

image

‎কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

নিউজ ডেস্কঃ কেউ পাথর মারলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া ...

image

আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন খালেদা জিয়া: ড. মঈ...

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বিএনপি চেয...

  • company_logo