ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নির্বাচনী এলাকায় বিএনপি'র স্থানীয় প্রার্থীর দাবিতে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে মশাল মিছিল করেছে বিএনপির এক অংশ।
মিছিলটি চাটমোহর বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট মোড়ে এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় বক্তারা বলেন, বহিরাগত প্রার্থীর প্রাথমিক মনোনয়ন বাতিল করে পাবনা- ৩ তথা চাটমোহর উপজেলা থেকে কে এম আনোয়ারুল ইসলাম অথবা হাসাদুল ইসলাম হীরাকে দলীয় মনোনয়ন দিতে হবে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা দলীয় প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বহিরাগত প্রার্থীর কারণে পাবনা- ৩ নির্বাচনী এলাকায় বিএনপি পরাজয় বরণ করতে পারে। তাই চাটমোহর থেকে প্রার্থী নির্বাচন করে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।
মশাল মিছিল ও পথসভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী ব...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘো...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ১৪ সংসদীয় আসনে বি,এন পি হত...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

মন্তব্য (০)