• সমগ্র বাংলা

স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসনু-রাহী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের  ১৪ সংসদীয় আসনে  বি,এন পি হতে মনোনয়ন প্রত্যাশী  শফিকুল ইসলাম রাহী বলেছেন ,স্বনির্ভর   বাংলাদেশ বিনির্মানে বি,এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ঘোষিত ৩১ দফা  বাস্তবায়নে এগিয়ে আসুন।

 শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর  রহমান   একজন সত্যিকার দেশপ্রেমিক   বলে  দেশের উন্নয়নে তার ভুমিকা আজ ও জাতি ভুলতে পারছে না।  তারই যোগ্য সন্তান  তারেক জিয়া দেশবাসীর কাছে  প্রত্যাশা রাখছে  যে, ৩১ দফা বাস্তবায়িত হলে একটি গনমুখী ও জনকল্যান ও দুর্নীতিমুক্ত দেশ   গঠিত হবে। 

 তাই ৩১ দফার মধ্যে  দুনীতি প্রতিরোধ দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহন ও ন্যায়পাল নিয়োগ,আতœনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলা,সর্বস্তরে  আইনের শাসন ও  মানবাধিকার প্রতিষ্টা,ধর্মীয় স্বাধীনতা  সব্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান,সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন,জনগনের গনতান্ত্রিক অধিকার পুন:প্রতিষ্টার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন  উল্লেখযোগ্য ।

 ১৫ নভেম্বর  বিকেলে  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রিপলেট বিতরন  ও গনসংযোগ কর্মসুচি পালন কালে   সমবেত ও মিছিলে যোগদানকারী নেতা এলাকাবাসীর    উদ্দেশ্যে এসব কথা বলেন।  তিনি তার দলের কর্মীদের  প্রতি ৩১ দফার বিষয়টি জনগনকে অবহিত করতে আহবান জানিয়ে  আরো বলেন, আমার রাজণীতিতে কোন পদ-পদবীর আকাংখা নেই। এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষায় মানুষের পাশে দাড়াঁনোই আমার রাজনীতি। এ কর্মসুচির মাধ্যমে তৃনমুল পর্যায়ে বি,এন পির সাংগঠনিক কার্যক্রম মজবুত হবে  এবং সচেতনতা সৃষ্টি হবে বলে আমাদের  প্রত্যাশা।

 গনসংযোগের এ মিছিল দোহাজারী হাজারী হাট বাজার,ককসকাজার-চট্টগ্রাম মহাসড়ক,দোহাজারী  রেলষ্টেশন হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে  শেষ হয়।

 মিছিলে চট্টগ্রাম দ:জেলার সদস্য মোজাম্মেল হক  বেলাল , বি,এন পি নেতা নাছির উদ্দিন, লায়ন সেলিম,শামসুল ইসলাম, বাবুল মেম্বার,ওসমান চৌধুরী, জয়নাব আলী, মোহাম্মদ মমতাজ, নিপুন বড়–য়া, সিরাজুল ইসলাম, যুবদল নেতা রবিউল  হোসেন ছোটন, ফারুক মিয়া,মীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ফজল কবির রুবেল, মোনায়েম খান,আজগর ,ওবাইদুল আরাফাত, জাহাংগির আলম,জয়নাল আবেদীন, রাশেদ,মনির, আনোয়ার, নিজামুদ্দিন, সরোয়ার, এ,বি,এম রহিম, আজিজুর  রহমান, মোহাম্মদ  শাহজাহান,  ছাত্রদল নেতা আজিজুল হাসান, আরমান,আবির, আতিক ,আসিফ, অভি,রকিব, মহিউদ্দিন চিশতি, সোহান চৌধুরী, এম, ডি মাইনুদ্দিন জিহাদ প্রমুখ।

মন্তব্য (০)





  • company_logo