• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএনপি নেতার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি , নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গতকাল শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ঢাকায় এক কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি চলাকালীন সময়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার সুস্থতা ও আশু রোগ মুক্তি কামনা করে আজ শনিবার বিকেলে লালমনিরহাট বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ অংশ নেয়।

উল্লেখ্য যে,তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকার সংসদ ভবনের দক্ষিন প্লাজায় গতকাল শুক্রবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা সমিতি ঢাকা এর আয়োজনে জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনাম অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অংশ নেন। এ সময় কর্মসূচি চলাকালে এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে স্কয়ার হাসপাতালে নেন উপস্থিত নেতাকর্মীরা ।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভার কেয়ার হাসপাতালে তাঁকে রেফার করেন ডাক্তার। এখন তিনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

মন্তব্য (০)





  • company_logo