• শিক্ষা

জাবিপ্রবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : গাজীপুরের এক মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান ফটকের সামনে মানববন্ধনে রূপ নেয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “উগ্রবাদী সন্ত্রাসী ইসকনের ঠাঁই নাই”, “ইসকন জঙ্গী”, “স্বৈরাচারের সঙ্গী”সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন, সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহাদ আহমেদ এবং কেন্দ্রীয় সহসমন্বয়ক লিটন আকন্দসহ অন্যান্য শিক্ষার্থীরা।

কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, গাজীপুরে ইমামকে গুম করে হত্যাচেষ্টার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে যে ইসকন শুধু ধর্মীয় মুখোশ পরে বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর অপচেষ্টা করছে। স্বাধীনতার পর বাংলাদেশে আসার পর থেকেই তারা বিভিন্ন হিন্দু মন্দির দখল, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিভাজনমূলক কার্যকলাপে জড়িত। আমরা চাই সরকার দ্রুত ইসকন নিষিদ্ধ করে দেশের শান্তি ও সহাবস্থানের পরিবেশ রক্ষা করুক।

ফাহাদ আহমেদ বলেন, ইসকন বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের ঘুঁটি। দীর্ঘদিন ধরেই তারা উস্কানি ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। আজ সময় এসেছে তাদের কর্মকাণ্ডের বিচার করে নিষিদ্ধ ঘোষণার।”

সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক লিটন আকন্দ বলেন, এক সময়ের রাজনৈতিক স্বৈরশাসনের মতোই ইসকন দেশে একটি উগ্রপন্থী সংস্কৃতি গড়ে তুলতে চাইছে। জনগণের নিরাপত্তার স্বার্থে সংগঠনটিকে আইনগতভাবে নিষিদ্ধ করা জরুরি।

মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীরাও অভিযোগ করেন, ইসকন নানা সময়ে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক পরিসরে হস্তক্ষেপ করছে এবং ভিন্ন মতাবলম্বী জনগোষ্ঠীর অধিকার খর্বের অপচেষ্টায় লিপ্ত। তারা সংগঠনটির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা কামনা করেন।

মন্তব্য (০)





  • company_logo