• লিড নিউজ
  • শিক্ষা

‎উচ্চশিক্ষা হচ্ছে সমাজে অবদান রাখার অঙ্গীকার : ইউজিসি চেয়ারম্যান

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন , ‘উচ্চশিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়; বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখার অঙ্গীকার। উচ্চশিক্ষার সাথে দেশপ্রেম যোগ হলে একটি দেশের উন্নয়ন আর কেউ আটকে রাখতে পারেনা।’

‎বরিশাল নগরীর বেলসপার্কে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) প্রথম সমাবর্তনে শনিবার (১৮ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম এ ফায়েজ এসব কথা বলেন। বরিশালে এই প্রথম কোন বিশ্ববিদ্যালয় সমাবর্তন করলো। তিন হাজারের বেশি সাবেক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

‎অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষার্থীদের এই বয়সে শিক্ষকরা একদিন ছিলেন। তাই তারা জানেন এই সময়ে শিক্ষার্থীদের মনের মধ্যে কত চঞ্চলতা-অস্থিরতা কাজ করে। কিন্তু শিক্ষার্থীদের তো সেই বয়সটা ছিল না, যে বয়সটা আজকে শিক্ষকরা পার করছেন। এই গ্যাপটা শিক্ষককে দূর করতে হবে।

‎ড. এস এম এ ফায়েজ আরও বলেন, শিক্ষার্থীদের সম্মানের চোখে দেখতে হবে। তাদের চাহিদা কি তা বোঝার চেষ্টা করতে হবে একজন শিক্ষককে। শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন। তারা আপনাদের পর্যবেক্ষণ করে, তারা বুঝতে পারে আপনি প্রস্তুতি নিয়ে ক্লাসে যাচ্ছেন নাকি যাচ্ছেন না।

‎দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ছোটবেলায় স্কুলের ছাত্রাবস্থায় বরিশাল এসেছিলাম, তারপর আজ আবার এলাম। এই সময়ের মধ্যে পরিবর্তন হচ্ছে জিইউবি। এই বিশ্ববিদ্যালয় চরিত্র গঠন করে কীভাবে বেঁচে থাকতে হয় তা শেখায়। যারা এই বিশ্ববিদ্যালয় বিনির্মাণে এগিয়ে এসেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

‎সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন এর পক্ষে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। এছাড়াও সমাবর্তন বক্তা ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউজিভির উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আজিজ, বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এবং ইউজিভি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনাস্থল ...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কা...

image

রাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদলের ভিপি-এজিএস প্...

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকস...

image

‎আমাদের বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের: রাকসু ভিপি ‎

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ...

image

রাকসু প্রাণ ফিরে পেল: রাবি ভিসি

নিউজ ডেস্কঃ ৩৫ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববি...

image

রাকসু নির্বাচনে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয় ‎

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকস...

  • company_logo