
ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাশের হারে ফলাফল অন্যান্য বছরের তুলনায় নিম্ন । পাশের হার মাত্র ৫৭ দশমিক ৪৯ শতাংশ। গত বছর হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। অন্যান্য বছরের হার ছিল বেশ ভালো।
সকাল ১০টায় ফলাফল প্রকাশের সাথে সাথে আনন্দ উল্লাসে ফেটে পড়েন ভাল ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
শিক্ষা বোর্ডের অধিন রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১লাখ ৫ হাজার ৮৯১জন। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ৮৮২জন। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২৬০জন।
বরাবরের মত এবারের ছাত্রদের তুলনায় ভালো ফলাফল করেছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৬১ দশমিক ৯২ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা পেয়েছে ৩ হাজার ৪৮৬ জন অন্যদিকে ছাত্ররা পেয়েছে ২ হাজার ৭৭৪জন।
এদিকে পরীক্ষায় অংশ গ্রহনকারি ৬৬৬টি কলেজের মধ্যে কোন পরীক্ষার্থী পাশ করেনি এমন কলেজের সংখ্যা ৪৩টি। অপরদিকে শতভাগ পাশ করেছে তালিকায় রয়েছে মাত্র ১১টি কলেজের নাম।
বরাবরের মত ভাল ফলাফল অর্জন করে উল্লাসে মেতে উঠে দিনাজপুর শহরের হলি ল্যান্ড কলেজের পরীক্ষার্থীরা। জিপিওসহ শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯ দশমিক ৫ শতাংশ।
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকস...
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ...
নিউজ ডেস্কঃ ৩৫ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববি...
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকস...
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাক...
মন্তব্য (০)