• অর্থনীতি

রিজার্ভ চুরি: ফিলিপিন্সের আরসিবিসির ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ২০২০ সালে ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির ৮ কোটি ১০ লাখ ডলার ‘আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত’ করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে সিআইডি।

রোববার সিআইডির এক বার্তায়  বলা হয়, বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নয় বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরি হয়। এ ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিল।  

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

এর মধ্যে একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কায় একটি ‘ভুয়া’ এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়।

বাকি চারটি মেসেজের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপিন্সের মাকাতি শহরে রিজল কমার্সিয়াল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখায় ‘ভুয়া তথ্য’ দিয়ে খোলা চারটি অ্যাকাউন্টে।

অল্প সময়ের মধ্যে ওই অর্থ ব্যাংক থেকে তুলে নেওয়া হয়, ফিলরেম মানি রেমিটেন্স কোম্পানির মাধ্যমে স্থানীয় মুদ্রা পেসোর আকারে সেই অর্থ চলে যায় তিনটি ক্যাসিনোর কাছে।

এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেওয়া হলেও বাকি অর্থ উদ্ধারে তেমন কোনো অগ্রগতি হচ্ছিল না। জুয়ার টেবিলে হাতবদল হয়ে ওই টাকা শেষ পর্যন্ত কোথায় গেছে, তারও কোনো হদিস মিলছিল না।

ওই অবস্থায় রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আরসিবিসির বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

২০২০ সালের ২৭ মে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা ওই মামলায় অর্থ রূপান্তর, চুরি, আত্মসাৎ—এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা বা প্ররোচনা, জালিয়াতি, জালিয়াতিতে সহায়তা বা প্ররোচনাসহ বেশ কিছু অভিযোগ আনা হয়।

 

মন্তব্য (০)





image

দুই মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট...

image

‎রিজার্ভের চুরি হওয়া টাকা পুনরুদ্ধার নিয়ে বড় সুখবর

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকা ফে...

image

অটোমোবাইল খাত দেশের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে: শিল্প...

নিউজ ডেস্ক : অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশে...

image

পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগের আওতাধীন শাখাগুলোর ২০২৪-২৫ ...

image

পাঁচ ব্যাংক একীভূত হলে গ্রাহকদের দুশ্চিন্তা কতখানি কাটবে?

নিউজ ডেস্ক : নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকা...

  • company_logo