• বিনোদন

ঋতুপর্ণা অভিনেত্রী হোক চাননি বাবা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমা 'বেলা মুক্তি পেতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে। আর এ সিনেমার মাধ্যমে বেলার চরিত্রে অভিনয় করা ঋতুপর্ণার জীবনে ঘটে যায় এক কাকতালীয় ঘটনা।

বেলা দে— সেই সময়ের এক যুগান্তকারী নারী। সেই যুগে মেয়েদের বাড়ির বাইরে কাজ করাই ছিল একটা বড় ব্যাপার। সেই বেলা এবার বড়পর্দায় আসছে। নেপথ্যে পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। 

সেই সময় পরিবারের নানা নিয়মকানুন পেরিয়ে, অনেক যুদ্ধ করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন বেলা। ব্যক্তিজীবনে পর্দার বেলাকেও (ঋতুপর্ণা সেনগুপ্ত) অনেক লড়াই করতে হয়েছে সিনেমায় আসতে গিয়ে। সেই কাকতালীয় ঘটনাই এবার শোনালেন অভিনেত্রী।

তার পরিবারের প্রায় সবাই সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মচারী। সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, তা কোনোভাবেই চাননি তার বাবা। ঋতুপর্ণা বলেন, অনেক লড়াই করতে হয়েছে আমাকেও। প্রযোজকরা ফোন করতেন। বাবা ফোন তুলে বলে দিতেন— না, আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায়। এখানে আর ফোন করবেন না। 

অভিনেত্রী বলেন, উনি চাইতেন আমিও আইএস, আইএফএস অফিসার হই। কিন্তু এ ক্ষেত্রে মা অনেকটা সাহায্য করেছিলেন। এখানেও বেলার জীবনের সঙ্গে অনেক মিল রয়েছে আমার।

‘নারীমহল’-এর বেলার মা সবসময় চাইতেন তার মেয়ে যেন জীবনে প্রতিষ্ঠিত হয়। তাই পরিবারের শতবাধা সত্ত্বেও রান্নার বই লিখে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন বেলা। অনুপ্রেরণা জুগিয়েছিলেন তার মা। 

 'বেলা' মুক্তির আগে তাই অভিনেত্রীর বারবার মায়ের কথাই মনে পড়ছে। এ ছবির শুটিংয়ের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা। শটের ফাঁকে ফাঁকে হাসপাতালে যেতেন অভিনেত্রী। সব মিলিয়ে এ ছবি তার জীবনে এক অন্য গুরুত্ব তৈরি করেছে। ঋতুপর্ণা বলেন, সবসময় এমন কিছু ছবিতে কাজ করতে চাই, যার মাধ্যমে আমাদের ইতিহাস তুলে ধরতে পারব। ছবিতে ‘নারীমহল’-এর যে দৃশ্যের শুটিং হয়েছিল, সেই সেট পড়েছিল ‘হিন্দুস্তান রেকর্ডস’-এর স্টুডিতে। এটি এশিয়ার সবচেয়ে পুরোনো অডিও রেকর্ড স্টুডিও বলেখ্যাত। বহুগুণী মানুষ সেই স্টুডিওতে রেকর্ড করেছেন। অভিনেত্রী বলেন, জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে ‘বেলা’ সিনেমার শুটিংয়ের মুহূর্ত।

 

মন্তব্য (০)





image

তানজিন তিশাকে কোলে নিতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের

বিনেনাদন ডেস্ক : অভিনেতা তৌসিফ মাহবুব দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রত...

image

নতুনরূপে ভক্তদের মাঝে ধরা দিলেন জয়া

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বা...

image

অনুমতি ছাড়া ভিডিও করায় ক্ষুব্ধ অভিনেত্রী

বিনোদন ডেস্ক : লিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের ...

image

দাম্পত্যজীবনে সুখী হওয়ার উপায় জানালেন কাজল

বিনোদন ডেস্ক : বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অভিনেতা অজ...

image

‘আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই’

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন, ব্...

  • company_logo