• বিনোদন

নতুন কুঁড়ির নতুন শুরু একটি ঐতিহ্যের পুনর্জন্ম

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ ‘আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে’- এমনই কথার সূচনা সংগীত দিয়েই শুরু হতো ‘নতুন কুঁড়ি’। একটা সময় শুক্রবার মানেই ছিল শিশু-কিশোরদের প্রাণের এ অনুষ্ঠান। এটি বাংলাদেশ টেলিভিশনের একটি রিয়েলিটি শো।

‎১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচার হয় অনুষ্ঠানটি। স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয়। সেসময়ের বিটিভির আলোচিত অনুষ্ঠানটি হয়ে উঠে শিশু-কিশোরদের প্রাণের মঞ্চ। এ অনুষ্ঠান থেকেই উঠে এসেছে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের অনেক শিল্পী। ২০০৫ সাল পর্যন্ত প্রচার হয় অনুষ্ঠানটি, এরপর বন্ধ হয়ে যায়। অবশেষে ২০ বছর পর আবারও শুরু হচ্ছে প্রতিভা অন্বেষনের এ আয়োজন। বিটিভিতে আবারও প্রচার হবে ‘নতুন কুঁড়ি’। দেশের সাংস্কৃতিক পরিমন্ডলেও তাই নতুন করে ফিরে এসেছে প্রাণচঞ্চল্য ।

‎দেশ স্বাধীনের পর ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ারের উদ্যোগে নতুন আঙ্গিকে ‘নতুন কুঁড়ি’র যাত্রা শুরু হয়। অনুষ্ঠানটির নামকরণ করা হয় কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ নামক কবিতার অনুপ্রেরণায়। উদ্দেশ্য ছিল-দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের একটি মঞ্চে তুলে আনা, যেন তারা নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের আলোয় আলোকিত হয়ে উঠতে পারে। শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি সূচনালগ্ন থেকেই বেশ সাড়া ফেলে। এখান থেকে উঠে আসে অনেক প্রতিভাবান শিল্পী। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ২০০৬ সালে বন্ধ হয়ে যায় অনুষ্ঠানটি। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এমন আয়োজনের অনুপস্থিতি শুধু সাংস্কৃতিক পরিমন্ডলেই নয়, শিশুদের মানসিক বিকাশেও একটি বড় শূন্যতা তৈরি করে। দীর্ঘ এই সময়ে জাতীয় পর্যায়ের তেমন কোনো শিশু-কিশোর সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি, যার ফলে অনেক সম্ভাবনাময় প্রতিভা হারিয়ে গিয়েছিল নীরবে।

‎অন্ধকারের পরেই আলো আসে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। ২০ বছর পর আবারও শুরু হচ্ছে নতুন কুঁড়ি। কিছুদিন আগে নতুন রূপে, আধুনিক কাঠামোয় এবং বিস্তৃত পরিকল্পনায় ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, ‘রাজনৈতিক বিভাজনের উর্ধ্বে গিয়ে আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এ আয়োজন আগামী প্রজন্মকে সৃজনশীল করে গড়ে তুলবে। এটি একটি নতুন যুগের সূচনা।’

‎বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম নতুন কুঁড়ির এই প্রত্যাবর্তনকে একটি ‘সাংস্কৃতিক জোয়ার’ হিসেবে অভিহিত করে বলেন, ‘নতুন কুঁড়ি কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি জাতীয় সাংস্কৃতিক আন্দোলন। এটি সারাদেশের শিশু-কিশোরদের শিল্প-সংস্কৃতির চর্চায় যুক্ত করবে, প্রযুক্তির আসক্তি থেকে ফিরিয়ে আনবে।’

‎তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়িকে জাতীয় পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক জটিলতায় অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়, যা ছিল খুবই দুঃখজনক। তবে এখন আমরা নতুন করে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, যাতে এই অনুষ্ঠান নিয়মিতভাবে হয় এবং আগামীর প্রতিভাবান প্রজন্ম সামনে চলে আসে।’

‎বিটিভি জানিয়েছে, নতুন করে শুরু হতে যাওয়া নতুন কুঁড়ির আধুনিক কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে পুরো দেশকে ভাগ করা হয়েছে ১৯টি অঞ্চলে। প্রতিটি অঞ্চলে অনুষ্ঠিত হবে আঞ্চলিক বাছাইপর্ব। এরপর নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় এসে অংশ নেবেন চ‚ড়ান্ত পর্বে। অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক দুটি শাখায় ভাগ করা হয়েছেÑ‘ক’ (৬-১১ বছর) এবং ‘খ’ (১১-১৫ বছর)। প্রতিযোগিতা করা যাবে সর্বোচ্চ তিনটি বিষয়ে। প্রতিযোগিতার বিভাগগুলোকে আরও বিস্তৃত করা হয়েছে। এবারের বিভাগগুলো হলো- দেশাত্ববোধক গান, আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, হামদ-নাত, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য। প্রতিটি বিভাগে থাকবে অভিজ্ঞ ও স্বনামধন্য বিচারক প্যানেল।

‎বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিন ধরে এ ধরনের প্ল্যাটফর্মের অভাবের কারণে শিশুরা বিকল্প বিনোদন ও অনলাইন নির্ভরতায় ঝুঁকছে। ‘নতুন কুঁড়ি’র পুনর্জাগরণ তাই শুধু বিনোদনের ক্ষেত্রেই নয়, বরং প্রজন্মকে সঠিক সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে আনারও এক মহৎ উদ্যোগ।

‎প্রথম থেকেই এ আয়োজন জনগণের ব্যাপক সাড়া পেয়েছে। নতুন করে এ আয়োজন আবারও শুরু হতে যাচ্ছে এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসেছে নস্টালজিয়ার ঢেউ। প্রাক্তন প্রতিযোগীরা স্মৃতিচারণ করে লিখছেন, ‘শৈশবের শুক্রবারগুলো যেন নতুন কুঁড়িকে ঘিরেই ছিল।’ কেউ আবার বলছেন, ‘আমার জীবনের প্রথম মঞ্চে ওঠা, সাহস পাওয়ার জায়গা ছিল এই নতুন কুঁড়ি অনুষ্ঠান।’

‎এই অনুষ্ঠানের মঞ্চ থেকে উঠে এসেছেন অনেক শিল্পী। আজ যারা বাংলাদেশের নাটক, সংগীত, নৃত্যসহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র, তাদের অনেকেরই যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি’ থেকে। এরমধ্যে রয়েছেন কনক চাঁপা, সামিনা চৌধুরী, শুভ্র দেব, রুমানা রশিদ ঈশিতা, তারানা হালিম, তারিন জাহান, নুসরাত ইমরোজ তিশা, মেহের আফরোজ শাওন, শামীমা ইয়াসমিন দিবা, রাহাত আজিম, আজমিরী সুলতানা হলী, শিহান মনিরুল হাসান, শাহনাজ চৌধুরী লুনা, দাবা আদনীন কুমকুম, হৈমন্তী রক্ষিত দাস, মেহবুবা মাহনূর চাঁদনী, আইরিন পারভিন লোপা প্রমুখ। তাদের কেউ সংগীতে, কেউ অভিনয়ে, কেউ আবার নৃত্যে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাদের অনেকে আজ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় বহন করছেন।

‎নতুন কুঁড়ি আবারও শুরু হচ্ছে শুনে স্মৃতিচারণ করে প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা বলেন, ‘১৯৭৮ সালে আমি নতুন কুঁড়িতে অংশ নিই এবং দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন করি। সেই আনন্দ আজও আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলোর একটি। অনুষ্ঠানটি আগের মতোই শিশুদের স্বপ্ন গড়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শুধু পুরস্কারের আশায় নয়, স্বীকৃতির জন্য এই প্রতিযোগিতার প্রয়োজনীয়তা অপরিসীম।’

‎‘নতুন কুঁড়ি’র প্রথম আয়োজনেই দেশের বিভিন্ন এলাকা থেকে ৯ হাজারের বেশি খুদে শিল্পী অংশ নিয়েছিল। তাদের অনেকেই পরে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও প্রশিক্ষণকেন্দ্রে সক্রিয় থেকেছেন। নতুন কুঁড়ির মূল সাফল্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজনে নয়, বরং সারাদেশে সংস্কৃতিক চর্চার একটি বিস্তৃত ধারার সূচনা করা। এটি এক ধরনের সাংস্কৃতিক প্রক্রিয়া, যা জাতীয় জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। শিশুরা যখন মঞ্চে উঠে, তখন শুধু গান বা আবৃত্তিই করে না, তারা আত্মবিশ্বাস, নেতৃত্ব, জাতীয়তাবোধ ও দলবদ্ধ কাজের শিক্ষা গ্রহণ করে। অভিভাবকরাও এ নিয়ে উচ্ছ্বসিত।

‎প্রায় ২০ বছর পর ফিরে আসা ‘নতুন কুঁড়ি’ কেবল একটি অনুষ্ঠানের পুনরারম্ভ নয়, বরং একটি ঐতিহ্যের পুনর্জন্ম। সব মিলিয়ে বলা যায়, ‘নতুন কুঁড়ি ২০২৫’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের পুনরুদ্ধার।

মন্তব্য (০)





image

ঋতুপর্ণা অভিনেত্রী হোক চাননি বাবা

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমা 'বেলা মুক...

image

তানজিন তিশাকে কোলে নিতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের

বিনেনাদন ডেস্ক : অভিনেতা তৌসিফ মাহবুব দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রত...

image

নতুনরূপে ভক্তদের মাঝে ধরা দিলেন জয়া

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বা...

image

অনুমতি ছাড়া ভিডিও করায় ক্ষুব্ধ অভিনেত্রী

বিনোদন ডেস্ক : লিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের ...

image

দাম্পত্যজীবনে সুখী হওয়ার উপায় জানালেন কাজল

বিনোদন ডেস্ক : বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অভিনেতা অজ...

  • company_logo