
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ‘আয়নাবাজি’ ও ‘তুফান’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। নাটক-সিনেমায় কাজ হলেও ওটিটিতে তেমন কাজ হয়নি তার। ছোট কাজ করলেও এবার বৃহতাকারে ‘আকা’ সিরিজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। এই অভিনেত্রীর প্রথম সিরিজ ‘আকা’ মুক্তি উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ঘোষণা করা হয়- আসছে ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এটি মুক্তি পাবে সিরিজটি।
ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্র আবহে নির্মিত সিরিজটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। ফলে দর্শক নিশো-নাবিলা জুটির নতুন কেমিস্ট্রিও দেখতে পাবেন এ সিরিজে।
মিষ্টি মেয়ে খ্যাত নাবিলা এই সিরিজে উপস্থিত হয়েছেন মেঘা চরিত্র। মেঘা একজন দৃঢ়চেতা নারী চরিত্র। সাহসী, তেজী আর আত্মমর্যাদাবোধ সম্পন্ন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা তার মধ্যে আছে।
নাবিলা বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মেঘা। সে অত্মবিশ্বাসী ও সৎ একজন নারী। বলতে গেলে সাধারণ মেয়েও। ব্যক্তি জীবনে গ্রে জায়গাটা আমি কম বুঝি। মেঘাও ঠিক তাই। ফলে অভিনয়টা আমার কাছে খুব সহজ হয়েছে। চেষ্টা করেছি অভিনয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার। বাকিটা দর্শক দেখে বলবে।’
নাবিলা বলেন, ‘ভিকি জাহিদের কথা শুনেই আমি এ সিরিজের অভিনয়ের জন্য রাজি হয়েছি। কারণ, তাঁর সঙ্গে কাজের ইচ্ছে আমার অনেক দিনের। তাঁর কাজে আলাদা একটা বিষয় থাকে। এছাড়া নিশো ভাই তো আছেনই। এ সিরিজটির গল্প দারুণ। আমার চরিত্রের মধ্যে কয়েকটা লেয়ার আছে। আশা করি সবার ভালো লাগবে।’
বেশ আগেই শুরু হয়েছিল ‘আকা’ সিরিজের শুটিং। মাঝে বিভিন্ন কারণে কিছুদিন বন্ধ থাকে। শুটিংয়ের সেই দিনগুলোর কথা স্মরণ করে নাবিলা বলেন, “আকা’ সিরিজের শুটিং অনেক আগেই শুরু হয়েছিল। তবে আমরা কাজটা শেষ করতে পারছিলাম না। এর মধ্যে নিশো ভাই ‘দাগি’ সিনেমা করেছেন। সেই সঙ্গে ‘তান্ডব’ সিনেমার তার কেমিও ছিল। এই কেমিও চরিত্র নিয়ে অনেক আলোচনা হয়েছে। শুরু থেকে আমি সবই জাননাম। কারণ, ‘আকা’ সিরিজের শুটিং সেটে এগুলো নিয়ে আমাদের আলোচনা হত। নিশো ভাই আমাকে সব ফাঁস করে দিতেন। তবে ফাইনালি আমরা ‘আকা’ শেষ করতে পেরেছি। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
তিনি আরও বলেন, “আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।”
এদিকে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশ হয়েছে সিরিজটির দ্বিতীয় পোস্টার, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টারটি ফেসবুকে শেয়ার করে ভিকি জাহেদ লেখেন, ‘অসহায় তাড়িয়ে বেড়াও/ কাছে টানো হিংস্র শ্বাপদ/ ভাবছো যেটা বীরের প্রতীক/ আসলে সে মস্ত আপদ!
আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা ছাড়াও এ সিরিজে আছেন অভিনেতা আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমা 'বেলা মুক...
বিনেনাদন ডেস্ক : অভিনেতা তৌসিফ মাহবুব দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রত...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বা...
বিনোদন ডেস্ক : লিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের ...
বিনোদন ডেস্ক : বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অভিনেতা অজ...
মন্তব্য (০)