• আন্তর্জাতিক

শর্তসাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয়, তবে ইরান পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং আলোচনার মাধ্যমে এটিকে সফল করা সম্ভব হবে না।

বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

আরাগচি জেদ্দায় ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন (ওআইসি) এর বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়ে আশার্ক আল-আওসাতকে বলেন, ইসরাইলের সঙ্গে নতুন কোনো সংঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, ‘সব কিছুই সম্ভব, এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত’।

তিনি আরও জানান, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ‘অভূতপূর্ব সহযোগিতার পর্যায়ে পৌঁছেছে’ এবং সৌদি আরবকে ইরানের পাশাপাশি ‘একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও ইসলামী শক্তি’ হিসেবে বর্ণনা করেন।

আরাগচি স্পষ্ট করেন, তেহরান লেবাননের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করে না, তবে অন্যান্য রাষ্ট্রের মতো মত প্রকাশ করে। হিজবুল্লাহর অস্ত্র ইস্যুটি সম্পূর্ণরূপে ওই গোষ্ঠী এবং লেবানন সরকারের দায়িত্বে। তিনি বলেন, ‘হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা সম্পূর্ণরূপে ইসরাইলের।’

পারমাণবিক আলোচনা ও যুক্তরাষ্ট্র

আরাগচি বলেন, ইরান ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত না করে যে আলোচনার সময় কোনো সামরিক হামলা হবে না, তবে তারা সরাসরি আলোচনায় অংশ নেবে না। তেহরান ইতিমধ্যেই ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তিনটি ইউরোপীয় স্বাক্ষরকারী দেশ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সঙ্গে আলোচনা করছে।

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থভিত্তিক ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত, তবে যদি তারা মনে করে আলোচনার মাধ্যমে সামরিক হামলার ব্যর্থতাকে পূরণ করা সম্ভব, তাহলে কোনো আলোচনা হবে না।’

আরাগচি আরও বলেন, ইরান কখনো আলোচনা থেকে সরে যায়নি। ‘আমরা আলোচনার কেন্দ্রে ছিলাম যখন ইসরায়েল হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র এতে যুক্ত হয়। ভবিষ্যতের কোনো আলোচনা অতীতের মতো হবে না।’

ইসরাইলের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত

ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে আরাগচি জানান। তিনি সতর্ক করে বলেন, শেষ সংঘাতের ফলাফল দেখিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ব্যর্থ। ‘১২ দিনের যুদ্ধে, জায়োনিস্ট সত্তা এবং যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে, এবং আমরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেছি। যদি তারা আবার চেষ্টা করে, তারা সমান বা আরও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।’

সৌদি আরব ও আঞ্চলিক সম্পর্ক

আরাগচি বলেন, সম্প্রতি গাজা, লেবানন এবং সিরিয়ায় সংঘটিত সংঘাত এবং ইরানের ওপর আক্রমণ আঞ্চলিকভাবে দেখিয়েছে যে প্রধান হুমকি হলো ইসরাইল। তিনি জানান, ইরান প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে আস্থা গড়ে তোলার চেষ্টা বাড়িয়েছে।

তিনি সৌদি আরবকে আঞ্চলিক এবং ইসলামী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা স্থিতিশীলতা ও শান্তি অর্জনের জন্য সৌদি আরবের সঙ্গে সহযোগিতা করতে চাই।’

আরাগচি বলেন, ‘সৌদি জনগণ আমাদের ধর্মীয় ভাই, এবং ইরানি জনগণও তাদের ভাই ও বোন। প্রতি বছর ৮০,০০০-এর বেশি ইরানি হজে যান, এবং সাম্প্রতিক উমরাহ অভিযানে প্রায় ৪ লাখ মানুষ অংশ নেবেন।’

তিনি বলেন, উভয় দেশ ইসলাম, মুসলিম স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং ইসলামী বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে শুরু হবে আন্তর্জাতিক বিমান...

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশি...

image

গাজায় এক মাসে ১৫০০ বাড়ি গুড়িয়ে দিল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা সিটির আল-জেইতুন মহল্লায় ইসরাইলি সেনাদের অভিযানে এ মাসে...

image

পশ্চিমাদের বার্তা দিতে চীনে একজোট হচ্ছেন পুতিন- কিম

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশ...

image

‎মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং সেরাইয়ের পাদ...

image

বন্যা মোকাবিলায় পাকিস্তানের পাঞ্জাবে সেনা মোতায়েন

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা ...

  • company_logo